পুকুরে সার প্রয়োগে দক্ষতা অর্জন

এসএসসি(ভোকেশনাল) - শ্রিম্প কালচার এন্ড ব্রিডিং-১ - প্রথম পত্র (নবম শ্রেণি) | NCTB BOOK

পারদর্শিতার মানদন্ড 

  • স্বাস্থ্যবিধি মেনে ব্যক্তিগত নিরাপত্তা ও শোভন পোষাক পরিধান করা।
  • প্রয়োজন অনুযায়ী কাজের স্থান ও পরিবেশ তৈরি করা।
  • প্রয়োজন অনুযায়ী উপযুক্ত উপকরণ নির্বাচন ও সংগ্রহ করা। 
  • সঠিকভাবে চুন গুলানো ও সঠিক পদ্ধতিতে পুকুরে ছিটানো।
  • কাজ শেষে স্থানটি যথাযথভাবে পরিষ্কার করা ও অব্যবহৃত মালামাল উপযুক্ত স্থানে রাখা।
  • কাজ শেষে ব্যবহৃত উপকরণসমূহ যথাযথভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন ও সংরক্ষণ করা। 
  • কাজের শেষে চেক লিষ্ট অনুয়ায়ী ব্যবহৃত টুলস ও যন্ত্রপাতি নির্ধারিত স্থানে সংরক্ষণ করা।

(ক) ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম

ক্রম

নাম

স্পেসিফিকেশন

সংখ্যা

০১মাস্কতিন স্তর বিশিষ্ট১ টি 
০২হ্যান্ড গ্লোভস্মাঝারি মাপের১ জোড়া 
০৩চশমা (গগলস)মানসম্পন্ন১ টি 
০৪গামবুটরাবারের তৈরি১ জোড়া 
০৫গামছামাঝারি সাইজের১ টি 
০৬ছাতা/রেইনকোটমানসম্পন্ন (দেশি/বিদেশি১ টি 

(খ) প্রয়োজনীয় যন্ত্রপাতি (টুলস, ইকুইপমেন্ট, মেশিন)

ক্রম

যন্ত্রপাতির নাম

স্পেসিফিকেশন

সংখ্যা

০১ইলেক্ট্রিকাল ব্যালান্স০০০.১-১০,০০০ গ্রাম১ টি 
০২মাপার টেপ৫০ মিটার১ টি 
০৩ক্যালকুলেটরমানসম্পন্ন১ টি 
০৪সিমেন্ট/এলুমিনিয়ামের হাড়িমাঝারি মাপের (২০ লিটার)১ টি 
০৫স্টিলের বাটিমাঝারি মাপের (২ লিটার)১ টি 
০৬হাতলকাঠ বা লোহার১ টি 
০৭ঝুড়িমাঝারি মাপের১ টি 
০৮প্লাস্টিকের মর্গ্য/বাটিমাঝারি মাপের১ টি 
০৯সেক্কি ডিস্ক ২০ সেমি ব্যাস ১ টি 

(গ) প্রয়োজনীয় উপকরণ

ক্রম

নাম

স্পেসিফিকেশন

সংখ্যা

০১কলিচুনউন্নত মানের২০ কেজি 
০২ডলোচুনউন্নত মানের২০ কেজি 
০৩পাথুরে চুনউন্নত মানের২০ কেজি 
০৪ব্লিচিং পাউডারউন্নত মানের২ কেজি 
০৫টিস্যু পেপারকিচেন টিস্যু প্যাকেট১ টি 
০৬খাতা৪০-৫০ পৃষ্ঠা১ টি 
০৭পেন্সিল২ বি২ টি  

(ঘ) কাজের ধারা

১. সার প্রয়োগের জন্য প্রয়োজনীয় উপকরণসহ সুরক্ষা পোষাক পরে নির্ধারিত পুকুরে গমন কর।

২. পুকুরের জলায়তন নির্ণয়ের জন্য পানি বরাবর দৈর্ঘ্য ও প্রস্থ মেপে নাও। 

৩. এবারে দৈর্ঘ্য ও প্রস্থ গুণ করে জলায়তন নির্ণয় কর। ফুটে মাপা হলে তাকে ৪৩৫.৬ দিয়ে ভাগ করে শতাংশ বের কর (৪৩৫.৬ বর্গফুটে ১ শতাংশ)।

৪. এবার জলায়তন অনুয়ায়ী ইউরিয়া, টিএসপি ও কম্পোস্ট সারের পরিমাণ নির্ণয় কর। 

৫. টিএসপি একটি বালতি বা গামলায় ৩-৪ গুণ পানির মধ্যে ১২-১৪ ঘন্টা ভিজিয়ে রাখ। অতঃপর প্রয়োগের সময় পরিমাণমত ইউরিয়া সার মিশিয়ে নাও।

৬. ভিজানো সার কাঠের হাতল দিয়ে নড়াচড়া করে সুন্দর করে মিশ্রিত কর।

৭. এবার মিশ্রিত সার বালতিতে নিয়ে মগ বা বাটির সাহায্যে সমস্ত পুকুরে ছিটিয়ে দাও।

৮. পুরো কার্যক্রমটি ধৈর্য্য সহকারে কর এবং ব্যবহারিক খাতায় চিত্রসহ লিপিবদ্ধ কর।

সতর্কতা

  • সার ছিটনোর সময় অবশ্যই চোখে চশমা, হাতে গ্লোভস্ ও মাস্ক পরিধান করতে হবে।
  • সূর্যালোকিত দিনে সকাল ১০-১১ টার মধ্যে সার প্রয়োগ করতে হবে। বৃ
  • ষ্টি বা মেঘলা দিনে সার প্রয়োগ না করাই উত্তম।

আত্মপ্রতিফলন

পুকুরে সার প্রয়োগে দক্ষতা অর্জিত হয়েছে/হয় নাই/আবার অনুশীলন করতে হবে।

Content added By
Promotion