প্রযুক্তিগত উন্নয়নের ধারায় নতুন আবিষ্কার ও সৃজনশীলতাকে উৎসাহিত করার ক্ষেত্রে প্যাটেন্ট যে অনেক আগে থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তা বলার অপেক্ষা রাখে না। বৃটেনকে আধুনিক সভ্যতার সুতিকাগার হিসেবে গড়ে উঠতে প্যাটেন্ট-এর যে মূল্যবান ভূমিকা ছিল তা অনস্বীকার্য । চতুর্দশ শতকেই ইংল্যান্ডের তৎকালীন রাজা প্যাটেন্ট সনদ চালু করেন। তখন নতুন উদ্ভাবিত প্রযুক্তি বা আমদানিকৃত প্রযুক্তির ওপর উদ্ভাবক বা আমদানিকারককে বিশেষ সংরক্ষণ অধিকার Letter of Patent মঞ্জুর করা হতো যাতে তাদের একক কর্তৃত্ব বজায় থাকে । বর্তমানকালে প্যাটেন্ট আন্তর্জাতিক রূপ পরিগ্রহ করেছে। World Intellectual Property Organization (WIPO) কোনো দেশকে প্যাটেন্ট দেয়ার পূর্বে তা যেন আন্তর্জাতিকভাবে প্রকাশ এবং যথাযথ Patent Documentation এর ব্যবস্থা করা হয় এজন্য চাপ দিচ্ছে । অর্থাৎ প্যাটেন্ট সববিচারে এখন প্রযুক্তির জগতে খুবই গুরুত্বপূর্ণ । নিম্নে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এর সুবিধা তুলে ধরা হলো:
১. উদ্ভাবকের সুবিধা (Advantages of innovator) : প্যাটেন্টের মাধ্যমে একজন উদ্ভাবক প্রথমত তার কাজের আইনগত স্বীকৃত পায়। সেই সাথে অন্যদের হস্তক্ষেপ ছাড়াই সে মুক্তভাবে ও নিরাপদে এর ব্যবহার, ভোগ বা বিক্রয় করতে পারে। উদ্ভাবক প্যাটেন্ট নিবন্ধন পাওয়ার পর প্যাটেন্ট অফিস নিজ দায়িতেই তা জনগণের উদ্দেশ্যে প্রচার করে; যা উদ্ভাবককে এটি বিক্রয় ও রপ্তানিতে সহযোগিতা দিয়ে থাকে। এটি আবিষ্কারককে তার আবিষ্কার নিয়ে এগিয়ে যেতে ও নতুন নতুন আবিষ্কারে প্রণোদনা যোগায় ।
২. আমদানিকারকদের সুবিধা (Advantages of importer) : প্যাটেন্ট সনদপ্রাপ্ত নতুন প্রযুক্তি আমদানিতে আমদানিকারকগণ উৎসাহ বোধ করেন। আমদানিকারক যখন উদ্ভাবকের সাথে চুক্তি করে নিজ দেশে উত্ত প্রযুক্তির ব্যবহারপূর্বক উৎপাদন ও বিক্রয়ের নিরাপদ সুবিধা ভোগ করে তখন অন্যান্য দেশ থেকেও সে এভাবে প্রযুক্তি আমদানিতে উৎসাহিত হয়। আমদানিকারক প্রাপ্ত লাইসেন্স বলে উক্ত আবিষ্কারকে নিজ দেশেও প্যাটেন্ট। করতে পারে। এতে অন্য প্রতিষ্ঠানের এ নিয়ে কোনো অন্যায় সুবিধা লাভের সুযোগ থাকে না ।
৩. অন্যান্যদের সুবিধা (Advantages of others) : প্যাটেন্টের ফলে আবিষ্কারের ওপর আবিষ্কারকের নিরঙ্কুশ অধিকার লাভের ফলে শুধুমাত্র আবিষ্কারকই উপকৃত হয় না অন্যরাও এরূপ আবিষ্কারে উৎসাহিত হয়। কষ্ট ও সাধনার মধ্য দিয়ে লেখা একটা বই যখন নকল হয়ে যায় বা কপিরাইট আইন ভঙ্গ করে অন্যরা এর সুবিধা ভোগ করে তখন লেখকই শুধু নয় অন্য নতুন লেখকরাও হতাশ হয় । তাই যদি এক্ষেত্রে আইনের যথাযথ প্রয়োগ থাকে তবে লেখকরা যেভাবে উৎসাহিত হয় প্যাটেন্টের ক্ষেত্রেও এটা প্রযোজ্য। বৃটেনে নতুন নতুন আবিষ্কারক সৃষ্টি হওয়ার পিছনে প্যাটেন্টের যে উল্লেখযোগ্য ভূমিকা ছিল তা অনস্বীকার্য ।
৪ রাষ্ট্রের সুবিধা (Advantages of state) : রাষ্ট্রের দায়িত্ব হলো জনগণের জীবন মানের উন্নতি বিধান করা । এজন্য দেশের শিল্পখাত, কৃষিখাতসহ সকল ক্ষেত্রে উন্নয়ন অপরিহার্য। এরূপ উন্নয়ন নির্ভর করে নতুন নতুন প্রযুক্তি ব্যবহারের ওপর । নতুন আবিষ্কার যেমনি একটা জাতিকে উপকৃত করে তেমনি প্যাটেন্ট আমদানির সুযোগ থাকায় নতুন নতুন প্রযুক্তি আমদানির ফলে দেশ উপকৃত হয়। চীনের দ্রুত উন্নতির পিছনে বড় কারণ হলো নতুন নতুন প্রযুক্তি আমদানিতে তাদের ব্যাপক আগ্রহ। এতে তাদের দেশের আবিষ্কারকগণও উৎসাহিত হয়ে প্যাটেন্ট সুবিধার বিষয় মাথায় রেখে নতুন নতুন আবিষ্কারে এগিয়ে এসেছে। যা আধুনিক চীন গঠনে ভূমিকা রেখেছে।
আরও দেখুন...