প্লবতা (Buoyancy)
কোন বস্তুর সম্পূর্ণ বা আংশিকভাবে কোন স্থির তরল বায়বীয় পদার্থের নিমজ্জিত করলে তরল বায়বীয় পদার্থের চাপের উপর দিকে যে লব্ধি বল অনুভব করে তাকে প্লাবতা বলে। লবণাক্ত পানি সুস্বাদু পানি অপেক্ষায় ভারী। এজন্য সাগরের পানির ঘনত্ব পুকুর, বিল, নদী বা সুইমিংপুলের পানির ঘনত্ব অপেক্ষায় বেশি হয় এবং সাগরের পানি অপেক্ষাকৃত অধিক ঊর্ধ্বমুখী চাপ দেয়। সাগরের পানির প্লবতা অপেক্ষাকৃত বেশি বলে-
১. সাগরে সাঁতার কাটা পুকুর, বিল, নদী বা সুইমিংপুলের অপেক্ষায় সহজ।
২. একটি জাহাজ সমুদ্র হতে নদীর প্রবেশ করলে যাদের দল আরো ডুববে।
Read more