ফরায়েজী আন্দোলন (১৮৪২)

- সাধারণ জ্ঞান - বাংলাদেশ বিষয়াবলী | NCTB BOOK
  • উনিশ শতকে বাংলায় গড়ে ওঠা একটি সংস্কার আন্দোলন হল ফরায়েজী আন্দোলন।
  • ফরায়েজি শব্দটি আরবি শব্দ ফরজ (অবশ্যক পালনীয়) থেকে।
  • এ আন্দোলনের প্রবক্তা হাজী শরীয়তউল্লাহ।
  • হাজী শরীয়তউল্লাহ অনুগ্রহ করেন ফরিদপুর জেলায়।
  • শরীয়তউল্লাহের মৃত্যুর পর এ আন্দোলনের নেতৃত্ব দেন তাঁর সুযোগ্য পুত্র মুহসিনউদ্দীন (দুদু মিয়া)। দুদু মিয়া এ আন্দোলনকে রাজনৈতিক আন্দোলনের রূপ দেন ।
  • দুদু মিয়া বলেন “জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী"।
Content added By
তিতুমীর
হাজী মোহাম্মদ মহসীন
হাজী শরীয়ত উল্লাহ
হাজী মোহাম্মদ দানেস
শাহ ওলি উল্লাহ
পীর মুহসিন উদ্দিন
হাজী শরীয়ত উল্লাহ
ফকির মজনুশাহমাদার
তিতুমীর
হাজী মুহম্মদ মুহসীন
হাজী শরিয়ত উল্লাহ
হাজী দানেশ
Promotion