ফ্রান্সের বিখ্যাত ব্যক্তিবর্গ

একাদশ- দ্বাদশ শ্রেণি - সাধারণ জ্ঞান - আন্তর্জাতিক বিষয়াবলী | | NCTB BOOK
Please, contribute by adding content to ফ্রান্সের বিখ্যাত ব্যক্তিবর্গ.
Content

নেপোলিয়ন বোনপার্ট

  • নেপোলিয়ন বোনাপার্টের জন্ম- ভূমধ্যসাগরে ফ্রান্সের কর্সিকা দ্বীপে।
  • ১৭৯৯ সালে ফ্রান্সের প্রথম কনসাল (First Consul) হয়।
  • ১৮০৪ সালে নিজেকে ফ্রান্সের সম্রাট ঘোষণা করেন।
  • ১৮১৫ সালে ওয়াটার লু যুদ্ধে বৃটেনের নিকট পরাজিত হন।
  • সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত অবস্থায় ১৮২১ সালে মৃত্যুবরণ করেন।

নেপোলিয়নের উল্লেখযোগ্য যুদ্ধ :

  • ট্রাফালগারের যুদ্ধ (১৮০৫)
  • লিপজিগের যুদ্ধ (১৮১৩)
  • ওয়াটার লু'র যুদ্ধ (১৮১৫)

বিখ্যাত উক্তি

  • Impossible is a word which is found in a fool's dictionary.
  • Give me a good mother, I will give you good nation.
Content added By

জাঁ জ্যাক রুশো

  • দার্শনিক ও সমাজ সংস্কারক
  • রোমান্টিক আন্দোলনের জনক বলা হয়।
  • ফরাসী বিপ্লবের শ্লোগান- 'Liberty. Equality and Fraternity' এর প্রবক্তা।
  • তাঁর বিখ্যাত গ্রন্থ- The Social Contract.
Content added By

ভলতেয়ার

  • ভলটেয়ার ফ্রান্সের বিখ্যাত মানবতাবাদী দার্শনিক।

বিখ্যাত গ্রন্থ-

  • Annals of the Empire
  • Candide

উপর্যুক্ত গ্রন্থ দুটি ফরাসী বিপ্লবের অন্যতম নিয়ামক গ্রন্থ।

Content added By

মন্টেস্কু

  • মন্টেঙ্কু ফরাসী রাষ্ট্রবিজ্ঞানী ও দার্শনিক।
  • ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা।

বিখ্যাত গ্রন্থ-

  • The Spirit of the Laws
  • Persian Letters
Content added By

জ্যা পল সাত্রে

  • জ্যাঁ পল সাত্রে ফরাসী সাহিত্যিক ও দার্শনিক।
  • ১৯৬৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েও তা প্রত্যাখ্যান করেন ।

বিখ্যাত উপন্যাস-

  • “The More ”
  • "The Victors"
Content added By

চার্লস ডি গ্যালে

  • ফ্রান্সের স্বাধীনতা সংগ্রামের অগ্রনায়ক।
  • দ্বিতীয় বিশ্বযুদ্ধে ১৯৪০ সালে জার্মানী নাৎসি বাহিনীর হাতে ফ্রান্সের পতন হলে চার্লস ডি গ্যালে (Free France Forces) গঠন করেন।
  • তিনি ফ্রান্স রিপাবলিকের ১৮তম প্রেসিডেন্ট ছিলেন।
Content added By

রাজা চতুর্দশ লুই

  • কুখ্যাত স্বৈরশাসক।
  • ১৬৪৩-১৭১৫ সাল পর্যন্ত ৭২ বছর ফ্রান্স শাসন করেন।
  • বিখ্যাত উক্তি হচ্ছে- আমিই রাষ্ট্র।
Content added By
Promotion