ব্যাংক শব্দটি এসেছে ব্যাংকো থেকে। ব্যাংক তিন প্রকারের চেক প্রদান করে থাকে । একটি বৈধ ঢেকের মেয়াদ থাকে ৬ মাস। ব্যাংক ডেবিট ও ক্রেডিট কার্ড প্রদান করে থাকে লেনদেনের জন্য আন্তঃব্যাংকের সুদের হারকে বলা হয় কল মানি রেট ।
জেনে নিই
- উপমহাদেশে প্রথম ব্যাংকিং ব্যবস্থা চালু হয় মুঘল আমলে।
- বাংলাদেশ কৃষি ব্যাংক প্রতিষ্ঠিত হয় ১৯৭৩ সালে।
- রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক স্থাপিত হয় ১৯৮৭ সালে।
- কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠিত হয় ১৯৯৮ সালে।
- বাংলাদেশে স্থাপিত প্রথম বেসরকারী ব্যাংক আরব বাংলাদেশ ব্যাংক (AB Bank) ।
- হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন প্রতিষ্ঠিত হয় ১৯৭৩ সালে।
- ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ প্রতিষ্ঠিত হয় ১৯৭৬ সালে।
- বিশ্বের প্রথম ইসলামী ব্যাংক মিশরের মিটগামার ব্যাংক ।
- অর্থ মন্ত্রণালয় বাংলাদেশের ব্যাংক সেক্টর নিয়ন্ত্রণ করে।
- বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত ব্যাংক ট্রাস্ট ব্যাংক লিঃ।
- প্রথম রেডিক্যাশ চালু করে জনতা ব্যাংক।
- ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় ১২ আগস্ট, ১৯৮৩ সালে।
# বহুনির্বাচনী প্রশ্ন
- বাংলাদেশ ব্যাংক এর পূর্বনাম- স্টেট ব্যাংক অব পাকিস্তান।
- বাংলাদেশ সরকারের ব্যাংক বাংলাদেশ ব্যাংক।
- বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক (প্রতিষ্ঠিত হয় ১৬ ডিসেম্বর, ১৯৭১ সালে)।
- বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পরিষদের সদস্য ১০জন।
- বাংলাদেশ ব্যাংকের শাখা কয়টি ১০টি।
- বাংলাদেশের ব্যাংক কাড - BDT
- বাংলাদেশ ব্যাংকের স্থপতি সফিউল কাদের।
- বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর ছিলেন আ.ন.ম হামিদুল্লাহ।
- বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর আছেন ফজলে কবির (১১তম)।
- বাংলাদেশ ব্যাংকের প্রথম মহিলা ব্যবস্থাপক নাজনীন সুলতানা।
- বাংলাদেশ ব্যাংকের শাখা অফিস ১০ টি (দশম শাখা ময়মনসিংহে)।
- বাংলাদেশের টাকার যাদুঘর বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমী, মিরপুরে
- বাংলাদেশে নতুন নোট চালু করার ক্ষমতা আছে শুধু বাংলাদেশ ব্যাংকের।
- বাংলাদেশে সুদের হার নিয়ন্ত্রণ করে বাংলাদেশ ব্যাংক।
- বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের মুদ্রা সরবরাহের নিয়ন্ত্রক।
- প্রত্যেক ফেডারেল রিজার্ভ ব্যাংকে নোট ইস্যুর সমান মূল্যের স্বর্ণ রিজার্ভ থাকতে হয় ৩০%।
- ট্রেজারি বিল ইস্যু করে কেন্দ্রীয় ব্যাংক।
- বাণিজ্যিক ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকে জমা রাখতে হয় ৪০০ কোটি টাকা।
# বহুনির্বাচনী প্রশ্ন
- গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় ১৯৭৬ সালে চট্টগ্রামের জোবরা গ্রামে।
- গ্রামীণ ব্যাংক আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় প্রথম ১৯৮৩ সালে টাঙ্গাইলে।
- গ্রামীণ ব্যাংক এর প্রতিষ্ঠাতা প্রফেসর মুহাম্মদ ইউনুস, নোবেল পায় ২০০৬ সালে ।
- গ্রামীণ ব্যাংকের বিশেষ বৈশিষ্ট্য জামানত ছাড়া ঋণদান প্রদান করা।
- বাংলাদেশে গ্রামীণ ব্যাংক মাইক্রো ক্রেডিট সম্মেলনের অন্যতম উদ্যেক্তা।
- নোবেল বিজয়ী ড.ইউনুসের গ্রামীণ ব্যাংকের সূচনাপর্বে জোবরা গ্রামে প্রথম ক্ষুদ্র ঋণ গ্রহীতা দরিদ্র গৃহবধুর নাম সুফিয়া বেগম।
# বহুনির্বাচনী প্রশ্ন
মুদ্রা | বিনিময়ের মাধ্যম |
|---|---|
মুদ্রার প্রকারভেদ |
|
| উপমহাদেশে প্রথম মুদ্রা আইন পাশ | ১৮৩৫ সাল |
| উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রা চালু হয় | ১৮৫৭ সাল (লর্ড ক্যানিং) |
| বাংলাদেশে দশমিক মুদ্রা চালু হয় | ১৯৬১ সাল |
| বাংলাদেশের একমাত্র টাকা ছাপানোর প্রেস | দি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন (১৯৮৯), গাজীপুর |
| সিকিউরিটি প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত প্রথম নোট | ১০ টাকার নোট |
| বাংলাদেশে কাগজে ও ব্যাংক নোট যথাক্রমে | ৯টি ও ৭টি |
| টাকা ছাপানোর বিশেষ কাগজ আমদানি করা হয় | সুইজারল্যান্ড থেকে |
| ৫০০ টাকার নোট ছাপা হয় | জার্মানিতে |
| ১,২,৩,৫ টাকার স্বাক্ষর থাকে | অর্থ সচিবের |
| সবার জন্য শিক্ষা লেখা আছে | ২ টাকার মুদ্রায় |
| বাংলাদেশে প্রথম নোট চালু হয় | ৪ মার্চ, ১৯৭২ (১ ও ১০০ টাকার নোট) |
| বাংলাদেশে প্রথম ধাতব মুদ্রা চালু হয় | ১৯৭৩ সাল |
| মুদ্রার অবমূল্যায়নের উদ্দেশ্য | রপ্তানি বৃদ্ধি করা |
| বাংলাদেশে মুদ্রার ভাসমান বিনিময় চালু হয় | ১ জুন, ২০০৩ সালে |
জেনে নিই
- মুদ্রার প্রধান কাজঃ বিনিময়ের মাধ্যম, সঞ্চয়ের বাহন, মূল্যের পরিমাণ ও ভান্ডার ।
- মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের উপায়ঃ কর বৃদ্ধি করা।
- প্রথম ধাতব মুদ্রা তৈরি হয় লাইডিয়ায় (বর্তমান তুরস্ক) ৭ম স্টপূর্ব।
- দুর্লভ মুদ্রা বলা হয় ডলার ও পাউন্ডকে ।
- মুদ্রা বিনিময়ের পূর্বে দ্রব্য বিনিময় প্রথা প্রচলিত ছিল ।
- গ্রেসামের মুদ্রাবিধি নিকৃষ্ট মুদ্রা উৎকৃষ্ট মুদ্রাকে বাজার থেকে বিতাড়িত করে।
- প্রথম স্বর্ণমুদ্রা চালু হয় চীনে (৪র্থ খ্রিস্টপূর্ব)।
- মুদ্রাস্ফীতিঃ দ্রব্য সামগ্রী উৎপাদন বা যোগানের তুলনায় অর্থের যোগান বৃদ্ধি পাওয়া ।
- মুদ্রা সংকোচনঃ দ্রব্য সামগ্রীর যোগানের তুলনায় আর্থিক আয় বার প্রবাহের।
- মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ব্যবস্থা নিতে পারেঃ কেন্দ্রীয় ব্যাংক।
- বাংলাদেশ ব্যাংক প্রতি বছর দুই বার মুদ্রানীতি প্রণয়ন করেঃ জানুয়ারি ও জুলাই মাসে।
রাষ্ট্রায়ত্ত /সরকারী বাণিজ্যিক নিয়মিত ব্যাংক সমূহ
রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক ৬ টি
- সোনালী ব্যাংক লিমিটেড
- জনতা ব্যাংক লিমিটেড
- অগ্রণী ব্যাংক লিমিটেড
- রূপালী ব্যাংক লিমিটেড
- বেসিক ব্যাংক লিমিটেড ও
- বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড।
বিশেষায়িত ব্যাংক ৭টি (প্রথম ৩টি তফসিল ভুক্ত)
- Bangladesh Krishi Bank
- Rajshahi Krishi Unnayan Bank
- প্রবাসী কল্যাণ ব্যাংক
- আনসার ভিডিপি ব্যাংক
- বাংলাদেশ সমবায় ব্যাংক
- কর্মসংস্থান ব্যাংক
- পল্লী সঞ্চয় ব্যাংক
বিদেশী বাণিজ্যিক ব্যাংক ৯ টি
- সিটি ব্যাংক এন.এ (City Bank N.A)-যুক্তরাষ্ট্র
- দি সট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক লি.-যুক্তরাজ্য
- স্টেট ব্যাংক অব ইন্ডিয়া-ভারত
- হাবিব ব্যাংক লি.-পাকিস্তান
- ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান-পাকিস্তান
- উরি ব্যাংক-দক্ষিণ কোরিয়া
- The Hongkong and Shanghai Banking Corp (HSBC)-যুক্তরাজ্য
- কর্মাশিয়াল ব্যাংক অব সিলন-শ্রীলঙ্কা
- ব্যাংক আল ফালাহ- পাকিস্তান
- বাংলাদেশে বিনিয়োগ বোর্ড গঠিত হয় ১ জানুয়ারি, ১৯৮৯ সালে।
- বাংলাদেশ বিনিয়োগ বর্ষ ঘোষণা করা হয় ১৯৯৭ সালকে।
- ঢাকায় প্রথম আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন হয় ৬-৭ ডিসেম্বর, ১৯৯৭ সালে।
- বাংলাদেশের বৈদেশিক মুদ্রার সিংহভাগ আসে তৈরী পোশাক থেকে ।
- বর্তমানে বাংলাদেশকে সবচেয়ে বেশি সাহায্য প্রদান করে জাপান ।
- বাংলাদেশের রপ্তানি আয়ের দ্বিতীয় সর্বোচ্চ ভাগ আসে চিংড়ি (হিমায়িত খাদ্য থেকে)।
- বাংলাদেশের রপ্তানি আয়ের তৃতীয় ভাগ আসে চামড়া থেকে ।
- বৈদেশিক বাণিজ্যের প্রসারের জন্য দূতাবাসে নিয়োগ করা হয় ইকনোমিক কাউন্সিলর।
- বিদেশে বাংলাদেশি পণ্য মেলার আয়োজন করে রপ্তানি উন্নয়ন ব্যুরো।
- বাংলাদেশ উন্নয়ন ফোরামের প্রধান সমন্বয়কারী বিশ্বব্যাংক।
- বাংলাদেশে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে যুক্তরাষ্ট্র থেকে।
- বাংলাদেশ টাকার অংকে সবচেয়ে বেশি রপ্তানি করে যুক্তরাষ্ট্রের কাছে।
- বাংলাদেশ টাকার অংকে সবচেয়ে বেশি আমদানী করে চীন থেকে।
- বাংলাদেশের সাথে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক নেই ইসরাইলের সাথে।
- বাংলাদেশ ইউরোপিয় ইউনিয়নের লুক্সেমবার্গ দেশ ছাড়া সব দেশই পণ্য রপ্তানি করে।
- বাংলাদেশ উন্নয়ন ফোরাম বা এইড ক্লাব প্রতিষ্ঠিত হয় ১৯৭৪ সালে ফ্রান্সের প্যারিসে।
- বাংলাদেশ উন্নয়ন ফোরাম বা এইড ক্লাবের বৈঠক হয় ফ্রান্সের রাজধানী প্যারিসে।
- বিশ্বব্যাংকের নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন ফোরামের বৈঠক অনুষ্ঠিত হয়।
- এইড ক্লাবের বর্তমান নাম বাংলাদেশ উন্নয়ন ফোরাম ।
- বাংলাদেশ উন্নয়ন ফোরাম বা এইড ক্লাবের সদস্য ২৬টি (১৬ টি দেশ ও ১০টি সংস্থা)।
- বাংলাদেশের তৈরী পোশাকের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র।
- বাংলাদেশে তৈরি পোশাকের দ্বিতীয় বৃহৎ বাজার ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহ।
- বাংলাদেশের প্রধান পার্ট আমদানিকারক দেশ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।
- বাংলাদেশকে সবচেয়ে বেশী ঋণ প্রদান করে I.D.A
- LD.A ঋণ প্রদানের জন্য সারাবিশ্বে Soft loan Window / Soft Loan Corner নামে পরিচিত।
- একজন বিদেশি বাংলাদেশে কত ডলার বিনিয়োগ করলে এদেশের নাগরিকত্ব পাবেন ৫ লক্ষ মার্কিন ডলার।
জেনে নিই
- বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতি চালু হয় ১৯৯১ সালে।
- বাংলাদেশ স্বল্পোন্নত দেশ (LDC) থেকে উন্নয়নশীল দেশের তালিকাভুক্তির সুপারিশপ্রাপ্ত হয় ২০২১।
- বাংলাদেশ স্বল্পোন্নত দেশ (LDC) থেকে আনুষ্ঠানিকভাবে বেড়িয়ে যাবে- ২০২৬ সালে।
LDC থেকে উত্তরণের শর্ত- ৩টি; যথা-
- মাথাপিছু আয়
- মানবসম্পদ উন্নয়ন এবং
- জলবায়ু ও অর্থনৈতিক ভঙ্গুরতা।
- অর্থনৈতিক সংস্থার নাম- ECNEC; এর সভাপতি প্রধানমন্ত্রী (বিকল্প প্রধান- অর্থ ও পরিকল্পনা মন্ত্রী)
- বাংলাদেশ পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান- প্রধানমন্ত্রী (সহ-সভাপতি- পরিকল্পনামন্ত্রী)।
- বাংলাদেশ অর্থ মন্ত্রণালয়ের বিভাগ রয়েছে- ৪টি।
- নিকাশ ঘর বলতে বুঝায়- বাংলাদেশ ব্যাংক ও তফসিলি ব্যাংকের মধ্যে পারস্পারিক দায়িত্ব পালন।
- যেখানে বাংলাদেশ ব্যাংকের শাখা নেই সেখানে নিকাশ ঘরের দায়িত্ব পালন করে সোনালী ব্যাংক ।
- বাংলাদেশ কৃষি ব্যাংক প্রতিষ্ঠিত হয়- ১৯৭৩ সালে।
- রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) কার্যক্রম শুরু করে- ১৯৮৭ সালে ।
- বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক লিমিটেড।
- বাংলাদেশে প্রথম রেডিক্যাশ চালু করে- জনতা ব্যাংক লিমিটেড।
- শতভাগ রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক- বেসিক ব্যাংক লিমিটেড।
- বাংলাদেশে প্রথম বিদেশি ব্যাংক- স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংক লিমিটেড (টেলি ব্যাংকিং চালু করে)
- বাংলাদেশে প্রথম মাস্টার কার্ড চালু করে- ANZ Grindlays
- দেশে টাকা জাদুঘর অবস্থিত- মিরপুর: ২০১৩ সালে (বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি।)
- আদমশুমারীর নতুন নাম- জনশুমারী ও গৃহগণনা।
- দেশে আদমশুমারী অনুষ্ঠিত হওয়ার সাল- ১৯৭৪, ১৯৮১, ১৯৯১, ২০০১, ২০১১, ২০২২ সালে ।
- বাংলাদেশে কৃষিশুমারি অনুষ্ঠিত হয় ১৯৬০, ১৯৭৭, ১৯৮৩, ১৯৯৬, ২০০৮ ও ২০১৯ সালে ।
- দারিদ্র্য বিমোচন সংক্রান্ত কৌশলপত্র- PRSP (Poverty Reduction Strategy Papers )
- বাংলাদেশের অর্থনৈতিক নীতিনির্ধারণ এবং উন্নয়ন প্রকল্প অনুমোদন সংক্রান্ত সর্বোচ্চ ।
- জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি অবস্থিত- নীলক্ষেত, ঢাকা।
- সামাজিক নিরাপত্তার জন্য বাংলাদেশে বয়স্ক ভাতা চালু হয়- ১৯৯৮ সালে।
- পরার্থপরতার অর্থনীতি এবং আজব ও জব আজব অর্থনীতি গ্রন্থ ২টির রচয়িতা- আকবর আলী খান।
- একটি বাড়ি একটি খামার প্রকল্পটি চালু হয়- ১৯৯৮ সালে।
- একটি বাড়ি একটি খামার প্রকল্পটির বর্তমান নাম- আমার বাড়ি, আমার খামার ।
# বহুনির্বাচনী প্রশ্ন
- পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করে পরিকল্পনা কমিশন।
- পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান নিয়োগ করেন। প্রধানমন্ত্রী।
- পরিকল্পনা কমিশন অবস্থিত ঢাকার আগারগাঁয়ে।
- উন্নয়নে পঞ্চবার্ষিক পরিকল্পনার প্রবর্তক স্ট্যালিন (রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট)
- উন্নয়নে পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রবর্তক- সোভিয়েত ইউনিয়ন (রাশিয়া)।
- বাংলাদেশ এ পর্যন্ত পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করেছে ৮টি; যথা-
প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ- ১৯৭৩-১৯৭৮ সাল।
অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ কাল- ২০২১-২০২৫ সাল।
# বহুনির্বাচনী প্রশ্ন
# বহুনির্বাচনী প্রশ্ন
Budget অর্থ Bag বা থলে । একটি নির্দিষ্ট সময়ের জন্য গৃহীত আর্থিক পরিকল্পনা। Oxford Dictionary অনুযায়ী বাজেট হচ্ছে ভবিষ্যতের সম্ভাব্য আয় ও ব্যয় এর হিসাব। একটি নির্দিষ্ট সময়ের জন্য সরকারের আয় ও ব্যয় এর যে পরিকল্পনা আইন পরিষদ কর্তৃক অনুমোদিত হয় তাই বাজেট । সর্বপ্রথম উত্থাপিত হয় ১৮৩৩ সালে ব্রিটিশ পার্লামেন্ট। সংবিধান অনুযায়ী বাজেট প্রণয়নের দায়িত্ব সরকারের প্রধান নির্বাহীর। Rules of Business অনুযায়ী Budge প্রণয়নের দায়িত্ব অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের।
অর্থ বছরের বাজেটঃ ২০২২-২৩
- বাজেটঃ ৫২ তম।
- বাজেট ঘোষণাঃ জুন, ২০২২ সাল।
- মোট বাজেট ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা।
- মোট রাজস্ব লক্ষ্যমাত্রা ৪ লাখ ৩৩ হাজার কোটি টাকা।
- মোট রাজস্ব ঘাটতি ২,৪৫,০৬৬
- জিডিপি প্রবৃদ্ধিও হার: ৭.৫ শতাংশ।
- মূল্যস্ফীতি ৫.৬ শতাংশ।
- এডিপি ২,৪৬,০৬৬
- বাংলাদেশের অর্থবছর শুরু হয় ১ লা জুলাই (জুলাই-জুন)।
- আমেরিকা যুক্তরাষ্ট্রের অর্থ বছর শুরু হয় ১লা অক্টোবর। [এই তথ্যসমূহ পরিবর্তনশীল]
# বহুনির্বাচনী প্রশ্ন
# বহুনির্বাচনী প্রশ্ন
- ট্রেজারি বিল ক্রয় করতে পারেন বাণিজ্যিক ব্যাংক।
- বাংলাদেশ ব্যাংকের কাজ নয় ট্রেডিং।
- ব্যাংকের অর্থের প্রধান উৎস আমানত ।
- মুদ্রার প্রচলন করা বা নোট ছাপানো বাণিজ্যিক ব্যাংকের কাজ নয় ।
- বাংলাদেশ ব্যাংকের হয়ে প্রতিনিধিত্ব করতে পারে সোনালী ব্যাংক।
- আধুনিক অর্থনীতি- ২ প্রকার (সামষ্টিক ও ব্যষ্টিক)।
- রাষ্ট্রায়ত্ত্ব বিনিয়োগ ব্যাংক ICB দেশীয় বিনিয়োগ সংস্থা ICB
- আমানত গ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠান নয় ICB
- ATM পদ্ধতি প্রথম চালু করে ষ্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।
- বিশেষায়িত ব্যাংক নয় ইসলামী ব্যাংক।
- বিশেষায়িত ব্যাংক নয় সোনালী ব্যাংক।
- বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থার ধরন মিশ্র [ধনতান্ত্রি ও সমাজতান্ত্রিক]
- বাংলাদেশের কৃষি ক্ষেত্রের উন্নয়নের জন্য ২টি উন্নয়ন ব্যাংক আছে।
- বাংলাদেশে বাণিজ্যিক ব্যাংকগুলোর পরিশোধিত মূলধন নতুন করে নির্মাণ করা হয়েছে ৪০০ কোটি টাকা।
# বহুনির্বাচনী প্রশ্ন
Read more