বাংলাদেশে বিবাহ, পরিবার ও জ্ঞাতি সম্পর্ক

একাদশ- দ্বাদশ শ্রেণি - সমাজবিজ্ঞান - সমাজবিজ্ঞান ২য় পত্র | | NCTB BOOK
7
7
Please, contribute by adding content to বাংলাদেশে বিবাহ, পরিবার ও জ্ঞাতি সম্পর্ক.
Content

# বহুনির্বাচনী প্রশ্ন

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও

লীনা গরমের ছুটিতে বরিশালে তার ফুফুর বাড়িতে বেড়াতে গিয়েছিল। ফিরে আসার সময় তার খুব খারাপ লাগছিল। কারণ ফুফু তাকে খুব যত্ন করেছেন। আর ফুফাতো বোন সম্পার সাথে তার সখ্য গড়ে উঠেছে।

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও

ভাগ্যের নিমর্ম পরিহাস, সড়ক দুর্ঘটনায় স্বামী হারান বেনু বেগম। অন্যদিকে পাশের বাড়ির কামাল পাশার স্ত্রী সন্তান প্রসবকালীন সময় মৃত্যুবরণ করেন। পরবর্তী সময়ে এলাকার মেম্বার কাশেম মিয়া, কামাল পাশার সাথে বেনু বেগমের বিয়ে দেন। তারা এখন অতীতের দুঃখ ভুলে সুখেই আছে। 

বিধবা এবং কামাল পাশার বিবাহ
বিধবা এবং বিপত্নীক বিবাহ
বহু স্ত্রী বিবাহ
একক বিবাহ
উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও

হিরণ ও কিরণ দুই ভাই। হিরণ বিবাহের পর স্ত্রীকে নিয়ে শহরে ভাড়া বাড়িতে বাস করছে। অপরদিকে কিরণ বাবা-মায়ের সাথে তার স্ত্রী- সন্তানসহ অবস্থান করছে। 

Promotion