বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা / বিসিক থেকে প্রাপ্ত সহায়তা

একাদশ- দ্বাদশ শ্রেণি - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র | | NCTB BOOK

স্বাধীনতা পূর্ববর্তী কাল থেকে যেই সরকারি সংস্থা এই ভূখণ্ডে বেসরকারি পর্যায়ে ক্ষুদ্র ও কুটির শিল্প গড়ায় সহায়তা করতে শিল্প নগরী প্রতিষ্ঠাসহ বিভিন্ন বৈষয়িক ও সমর্থনমূলক সহায়তা প্রদান করে চলেছে তাকে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা বলে। বেসরকারি পর্যায়ে ক্ষুদ্র শিল্পের বিকাশ ও উন্নয়নের দায়িত্ব এই প্রতিষ্ঠানের ওপর ন্যস্ত । বিসিকের প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় শিল্প সহায়ক কেন্দ্র, শিল্প নগরী, নৈপুণ্য বিকাশ কেন্দ্র, ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট ও নকশা কেন্দ্রের মাধ্যমে এর কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

চিত্র : বিসিক শিল্প নগরীর একটা বজ্রকলে কাপড় তৈরি করছেন এক মহিলা কর্মী

২০১৪ সালের ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষত জেলা শহরের কাছে বিসিেিকর ৭৪টি শিল্প নগরী রয়েছে। যাতে শিল্প প্লটের মোট সংখ্যা ৯,৭৮৫টি। উক্ত সময় পর্যন্ত ৫,৬৯৮টি শিল্প ইউনিটের বিপক্ষে পুটগুলো বরাদ্দ দেয়া হয়েছে। যার মধ্যে ৪,২৭৮টি শিল্প ইউনিট উক্ত সময়ে উৎপাদনরত ছিল। কর্মরত শিল্প ইউনিটে এ সময়ে কর্মরত জনশক্তির সংখ্যা ছিল ৩৫ লাখ। বিসিক উপকূলীয় এলাকায় লবণ চাষীদের উৎপাদন কাজেও সহায়তা করছে। সাভার ও কেরাণীগঞ্জে দু'টি চামড়া শিল্প নগরী গড়ে তোলার কাজ এগুচ্ছে। মুন্সীগঞ্জে ওষুধ শিল্প পার্ক এবং সিরাজগঞ্জে বিসিক শিল্প পার্ক গড়ে তোলা হচ্ছে। শিল্প মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত এ প্রতিষ্ঠানটির কার্যাবলি নিম্নরূপ :

  • ক্ষুদ্র ও কুটির শিল্প সংক্রান্ত তথ্য সরবরাহ ও উৎসাহ দান;
  • এরূপ শিল্পের জন্য অবকাঠামো গঠন, সংস্কার ও অবকাঠামোগত সুবিধার রক্ষণাবেক্ষণ;
  • এরূপ শিল্পোদ্যোগ উন্নয়ন, উৎপাদনশীলতা ও প্রবৃদ্ধি নিশ্চিতকরণ;
  • নতুন নতুন প্রকল্প নির্বাচন, মূল্যায়ন ও বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ;
  • প্রতিষ্ঠিত শিল্পসমূহের কাঁচামাল ও ঋণ প্রাপ্তিতে সহায়তা দান; 
  • এ সকল প্রতিষ্ঠানের উৎপাদন পদ্ধতি, প্রক্রিয়া ও প্রযুক্তিগত মান উন্নয়নে সহায়তা দান;
  • এ সকল প্রতিষ্ঠানের উৎপাদিত দ্রব্যের বিপণনে সহায়তা দান; 
  • ক্ষুদ্র ও কুটির শিল্পের রেজিস্ট্রেশন প্রদান;
  • এরূপ শিল্পের ব্যবস্থাপনার ও জনশক্তির দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ দান এবং
  • সরকার প্রদত্ত ও ঋণকৃত অর্থ দেশের ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়নে যথাযথভাবে কাজে লাগানো ।
Content added By
Promotion