যস্য নাস্তি স্বয়ং প্রজ্ঞা শাহরং তস্য করোতি কিম।
লোচনাভ্যাং বিহীনস্য দর্পণঃ কিং করিষ্যতি ॥১
শর্বরীভূষণং চন্দ্রো নারীণাং ভূষণং পতিঃ।
পৃথিবীভূষণং রাজা বিদ্যা সর্বস্য ভূষণম্ ॥২
জ্ঞাতিভিরষ্টাতে নৈব চৌরেণাপি ন নীয়তে।
দানে নৈব ক্ষয়ং যাতি বিদ্যারত্নং মহাধনম্ ॥৩
রূপযৌবনসম্পন্না বিশালকুলস্যাঃ।
বিদ্যাহীনা ন শোভন্তে নির্গন্ধা ইব কিংশুকাঃ ॥৪
অনুশীলনী
শব্দার্থ :
করোতি
-
করে। লোচনাভ্যাং দুই চোখে। করিষ্যতি
-
করবে। শর্বরীভূষণং – রাতের অলংকার।
জ্ঞাতিভিঃ জ্ঞাতিগণের দ্বারা বণ্টাতে বণ্টিত হয়। চৌরেণ চোরের দ্বারা। কিংশুকাঃ
-
পলাশফুলগুলো।
-
ব্যাকরণ
(ক) সন্ধি বিচ্ছেদ :
নাস্তি = ন + অস্তি। নৈব ন + এব জাতিভিটাতে = জাতিভিঃ + বণ্টাতে। চৌরেণালি = চৌরেণ +
অপি।
(খ) কারণসহ বিভক্তি নির্ণয় :
লোচনাভ্যাম্ করণে ৩য়া। দর্শণঃ – কর্তায় ১মা। সর্বস্য
-
-
(কর্মবাচ্যের কর্তায়) ৩য়া। বিদ্যাহীনাঃ – কর্তায় ১মা
-
সম্বন্ধে ৬ষ্ঠী। জাতিভি
-
অনুক্ত কর্তায়
(গ) ব্যাসবাক্যসহ সমাসের নাম :
শবরীভূষণং — শবৰ্য্যাঃ ভূষণং (৬ষ্ঠী তৎ)। পৃথিবীভূষণং – পৃথিব্যাঃ ভূষণং (৬ষ্ঠী তৎ)। বিদ্যারত্নং
-
বিদ্যা এব রত্নং (রূপক কর্মধারয়)। মহাধনম্ মহৎ ধনম্ (কর্মধারয়)। বিদ্যাহীনাঃ
-
-
-
বিদ্যয়া হীনাঃ (ওয়া
প্রশ্নমালা
সঠিক উত্তরটির পাশে টিক (/) চিহ্ন দাও :
(ক) শাস্ত্র তার কোন কাজে লাগেনা যার বিদ্যা/ প্রজ্ঞা/শ্রদ্ধা ভক্তি/ নেই।
(খ) পৃথিবীর ভূষণ রাজা/বিদ্বান/সাধু/কবি।
(গ) দর্পণ কাজে লাগে না যার চোখ/বিদ্যা/বুদ্ধি/ভক্তি নেই।
(ঘ) মহাধন বীরত্ব/সত্যবাদিতা/মততা/বিদ্যা।
(3) বিদ্যাহীন জবা/টপর/কিংশুক /অপরাজিতা ফুলের মত।
শূন্যস্থান পুরণ কর
দর্পণঃ কিং
বিদ্যা
- ভূষণম্।
- মহাধনম্ ।
- নৈৰ ক্ষয়ং যাতি
(ঙ) বিদ্যাহীনা ন
01
বাক্য রচনা করা
কদাচন, এব, দর্পণঃ, বিদ্যা, কিংশুকঃ।
৪। শব্দার্থ লেখ :
প্রজ্ঞা, জ্ঞাতিভিঃ, কিংশুকাঃ বণ্টাতে, চৌরেণ।
সন্ধি বিচ্ছেদ কর :
চৌরেণাপি, নৈব, নাস্তি, জ্ঞাতিভিটাতে।
কারণ উল্লেখ করে বিভক্তি নির্ণয় কর :
শান্তাং, বিদ্যাহীনাঃ, রাজা, জ্ঞাতিভিঃ, সর্বস্য।
ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখ
পৃথিবীভূষণং, বিদ্যাহীনাঃ, বিদ্যারত্নং, মহাধনম্ ।
Read more