বিভিন্ন প্রকার পাম্পের বিভিন্ন ধরনের ব্যবহার রয়েছে। এসব পাম্পের নাম ও তাদের ব্যবহার সম্বন্ধে নিচে উল্লেখ করা হলো।
(ক) হস্তচালিত নলকূপ বা ৰাকেট টাইপ লিফট পাম্প
সাধারণত গৃহকাজে প্রয়োজনীয় পানি সরবরাহ এবং ছোট কৃষি জমিতে অল্প সেচ প্রদানের কাজে এই গাম্প ব্যবহার করা হয়।
(খ) হস্তচালিত বাকেট পাম্প
ফসলের জমিতে কীটনাশক ছিটানোর জন্য ব্যবহৃত স্প্রে-পাম্প' এ বাফেট পাম্প ব্যবহার করা হয় ।
(গ) হস্তচালিত ডায়াফ্রাম পাম্প
এ ধরনের পাম্প কর্দমাক্ত পানি বা এ ধরনের তরল পদার্থ নিষ্কাশন, নির্মাণ কাজের ট্রেন্স পানিমুক্ত করা, ড্রেনেজ লাইন পরিষ্কার করা, সেফটি ট্যাংক নিষ্কাশন করা ইত্যাদি কাজে ব্যবহৃত হয়।
(ঘ) বাকেট টাইপ ফোর্স পাম্প
এ ধরনের পাম্প ভূ-পৃষ্ঠস্থ বা ভূ-গর্ভস্থ চৌবাচচা থেকে অথবা নলকূপ হতে পানি উচচ স্থানে অবস্থিত রিজার্ভ ট্যাংকে সরবরাহ করার কাজে ব্যবহৃত হয় । গৃহকাজে ব্যবহারের জন্য এ পাম্প বেশ উপযোগী।
(ঙ) পিস্টন টাইপ পাম্প
বহুতল বিশিষ্ট ভবনের হাসে রিজার্ভ ট্যাংকে পানি উত্তোলনের জন্য এই পাম্প বেশ উপযোগী। এই পাম্পের সাহায্যে উচচ চাপে পানি অনেক উঁচুত্তে উত্তোলন করা যায়।
(চ) প্লাজার টাইপ পাম্প
খুব অল্প পরিমাণে তরল পদার্থকে অতি উচ্চ চাপে অল্প দূরত্বে নিক্ষেপ করার কাজে এ ধরনের পাম্প ব্যবহৃত হয়। ডিজেল ইঞ্জিনের জ্বালাি সিলিন্ডারে জ্বালানী সরবরাহের কাজেও এ ধরনের পাম্পে ব্যবহৃত হয়।
রেসিপ্রোকেটিং পাম্পের প্রকারভেদ (Types of Reciprocating Pump )
রেসিপ্রোকেটিং পাম্পের ব্যবহার, গঠন, কার্যপদ্ধতি, ইত্যাদির ভিত্তিতে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। সাধারণভাবে রেসিপ্রোকেটিং পাম্পকে
দুই ভাগে ভাগ করা যায়। যথা-
(১) লিফট পাম্প
(২) ফোর্স পাম্প
পাম্প চালানোর কৌশলের ভিত্তিতে পাম্পকে দুই ভাগে ভাগ করা যায়। যেমন-
(১) হস্তচালিত পাম্প
(২) ইঞ্জিন/মোটর চালিত পাম্প
পাম্পিং এলিমেন্টের প্রকারভেদের ভিত্তিতে পাম্পকে দুই ভাগে ভাগ করা যায়। যেমন-
(১) বাকেট টাইপ পাম্প
(২) ডায়াফ্রাম টাইপ পাম্প
আবার ফোর্স পাম্পকে পাম্পিং এলিমেন্টের ভিত্তিতে তিন ভাগে ভাগ করা যায়। যেমন-
(১) ৰাকেট টাইপ ফোর্স পাম্প
(২) পিস্টন টাইপ ফোর্স পাম্প
(৩) প্লাঞ্জার টাইপ ফোর্স পাম্প