বিশ্বযুদ্ধের কারণ

- সাধারণ জ্ঞান - আন্তর্জাতিক বিষয়াবলী | NCTB BOOK

অস্ট্রিয়ার হবু সম্রাট ও সম্রাজ্ঞী, আর্কডিউক ফার্ডিনান্ড এবং সোফিয়া, বসনিয়া সফরে যান। ২৮শে জুন, ১৯১৪ বসনিয়া-হার্জেগোভিনার সারায়েভো শহরে অস্ট্রিয়ার যুবরাজকে হত্যা করে সার্বিয়ার গ্যাবরিয়েল নামে এক নাগরিক জাতি হিসেবে সার্ব হওয়ায় অস্ট্রিয়া সার্বিয়ার থেকে বিচার চায়, সেই সাথে ক্ষতিপূরণ সার্বিয়া কিছু শর্ত মানলো, কিছু মানলো না। অস্ট্রিয়া ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিলো এবং সময় ফুরিয়ে গেলে অস্ট্রো-হাঙ্গেরি ২৮শে জুলাই সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। অস্ট্রিয়াকে সরাসরি সাহায্য করে জার্মানি।

 

বিশ্বযুদ্ধের অন্যান্য কারণ

  • ১৮৭১ সালে অটো ভন বিসমার্ককের জার্মানির মিত্রতার নতুন কূটনীতি
  •  Tripple Alliance' ও 'Tripple Entente' এর প্রভাব
  •  সার্বিয়ার ব্লাক হ্যান্ড' নামক গুপ্ত বাহিনী গঠন করে। খনিজসমৃদ্ধ বলকান অঞ্চলের প্রতি লোভ ।
  • ১৯১৭ সালের ৬ এপ্রিল জার্মান নৌ-বাহিনী আটলান্টিক মহাসাগরে মার্কিন জাহাজকে ব্রিটিশ জাহাজ মনে করে আক্রমণ করলে যুক্তরাষ্ট্র ঐ দিনই জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা ।

 

 

 

Content added || updated By
Promotion