ব্রুডার ঘরে খাবার পাত্র ও পানি পাত্র বাচ্চার সংখ্যার উপর ভিত্তি করে ঘরে স্থাপন করতে হবে।
খাবার পাত্র স্থাপন
ব্রুডার ঘরে বাচ্চাগুলোকে প্রথম ১-২ দিন খবরের কাপক্ষের উপর এবং পরবর্তীতে ২ সপ্তাহ পর্যন্ত ট্রেতে করে খাদ্য সরবরাহ করা হয়। ১০০ টি বাচ্চা ১টি ট্রেতে খেতে পারে এমন ট্রে ঘরে স্থাপন করতে হবে। অর্থাৎ ১০০টি বাচ্চার জন্য ১০০ লিনিয়ার ইঞ্চি বিশিষ্ট ট্রে ব্যবহার করতে হবে। ২ সপ্তাহ বয়স পর্যন্ত খাদ্য প্রদানের জন্য ব্যবহার করা যায়। তারপর খাবার পাত্র ব্যবহার করতে হয়।
প্রতিটি হাঁসের জন্য বয়স অনুযায়ী খাবার পাত্রের জায়পার পরিমাণ
ডিম থেকে ফোটার পর বাচ্চা ৭২ ঘন্টা পর্যন্ত কোনো খাবার না খেরেই থাকতে পারে। এজন্যেই একদি বয়সের বাচ্চা (Day old chick) এক স্থান থেকে অন্য স্থানে সহজেই পরিবহন করা যায়।
পানি পাত্র স্থাপন
পানি পাত্রের জায়গা হবে খাবার পাত্রের অর্ধেক। হাঁসের বেলায় পানি সরবরাহের পর খাদ্য সরবরাহ করতে হবে। এক্ষেত্রে পানি পাত্রের গভীরতা কমপক্ষে ৩ (তিন) ইঞ্চি হতে হবে যাতে হাঁস মাথা ঢুকিয়ে পানি পান করতে পারে। তা না হলে হাঁসের খাদ্য গ্রহণ অনেকটা কমে যায়।
বয়স অনুযায়ী পানি পাত্রের জায়গার পরিমাণ নিম্নরূপ:
শ্রেণির তাত্ত্বিক কাজ