ভূমিহীন কৃষিজীবী ইচ্ছে তার

একাদশ- দ্বাদশ শ্রেণি - বাংলা - সাহিত্যপাঠ | | NCTB BOOK

নদীর ধসের নিচে

বাতাসের মধ্যে আছে

কিছুটা আশ্রয়;

গানের বদলে পাখি চুপিসারে কথা বলে 

শঙ্খের পরিভাষা শিখে, 

ঢেউ হয়ে গেছে বালুময় ।

ভেসে যাওয়া ডালপালা কুড়িয়ে কাড়িয়ে 

আগুন জ্বালিয়ে তার পাশে বসে আছে 

ভূমিহীন কৃষিজীবী, ইচ্ছে তার

 জেলে হয়ে কিছু মাছ ধরে ।

কোনো কোনো দিন যখন জলের তোড়

পাড় ভেঙে ঢুকে পড়ে ক্ষেতের উজানে ফাটলে,

 দলিত ঘাস ফসলের শোভা ঠোঁটে

আবার সে ফিরে যায় কাদায় অক্ষর এঁকে দিয়ে;

তখন সে মাছ খোঁজে কাদাখোঁচা পাখির মতন ।

সব মাঠ, হলুদ সবুজ কালো ফসলের সব মাঠ,

সময়ের প্রতীক্ষায় থাকে শুধু ।

কখন মেঘের রঙ সাদা থেকে কালো হবে,

জমে উঠবে মেঘের পাহাড় কখন ক্ষেতের কাজ শুরু হবে কৃষকের

সময়ের প্রতীক্ষায় থাকা শুধু ।

লাঙল নিড়ানি রেখে এখন কেবল

কোঁচ হাতে গোঁজ হয়ে মাছরাঙা গামছা পরে

একঠ্যাঙা বগের মতন চেয়ে থাকে ।

মাটির টিলার পরে তার ঘরে

ঢিলাঢালা ফতুয়ার মধ্যে বসে

মাছভাত খেতে খেতে একদিন

আকালের গল্পকথা বলাবলি করবে তার স্বজনের সাথে

এই স্বপ্ন চোখে নিয়ে

প্রতীক্ষায় থাকা শুধু

মাছরাঙা গামছা পরে একঠ্যাঙা বগের মতন ।

চোখের লবণ জমে চোখ জ্বলে

শুধু জ্বলে । কোঁচ হাতে গোঁজ হয়ে

সময়ের প্রতীক্ষায় থাকা শুধু ।

Content added By
Promotion