মাল্টিভিউ

এসএসসি(ভোকেশনাল) - মেকানিক্যাল ড্রাফটিং উইথ ক্যাড-১ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | | NCTB BOOK

মাল্টিভিট (Multi view) :

কোন বাস্তব বস্তুকে উহার সকল পরিমাপ সহ ড্রয়িং এর মাধ্যমে ফুটিয়ে তোলা এতটা সহজ নয়। একটি ত্রিমাত্রিক বস্তুকে টু ডায়মেনশনাল ভিউ-এর সাহায্যে প্রদর্শন বা উপস্থাপন করার পদ্ধতিকে মাল্টিভিউ ড্রয়িং বলে। এই পদ্ধতিতে যে কোন অবজেক্ট বা বস্তুকে টপ, ফ্রন্ট, রাইট সাইড এবং লেফট সাইড এই ৪টি পাশ থেকে দেখলে কেমন দেখা যায় তা পরিমাপ সহকারে উপস্থাপন করা হয়। এই ড্রয়িং-এ অবজেক্ট-এর লুকায়িত বা হিডেন অংশকে হিডেন লাইনের মাধ্যমে মাল্টিভিউতে তুলে ধরা হয়। মাল্টিভিউ ড্রয়িং এর মাধ্যমে যে কোন ত্রিমাত্রিক বস্তুর সকল পরিমাণ প্রদর্শিত হয়, প্রদর্শিত ভিউ গুলোকে একত্রিত করলে আবার মূল অবজেক্টটি পাওয়া যায়। কোন কোন ক্ষেত্রে জটিল অবজেক্ট কে প্রদর্শিত করতে ৫ম আর একটি ভিউ অক্সিলারি ভিউ-এর সহযোগীতা নেয়া হয়। নিচের চিত্রে একটি ঘরের মাল্টিভিউ দেখানো হল।

 

 

Content added By
Promotion