নিচের অনুচ্ছেদটি পড়ো। পড়তে গিয়ে কী ধরনের সমস্যা হচ্ছে খেয়াল করো। এ নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করো।
জানি কথাটি শুনলে তোমাদের কারো বিশ্বাস হবে না সেই লেখক একদিন বিকালে আমাদের বাড়িতে এসে হাজির তাঁর হাতে অনেকগুলো নতুন বই আমি অবাক হয়ে বললাম আপনি কি আমাদের বাড়িতে এসেছেন তিনি আমার কথার জবাবে ছোটো করে বললেন হ্যাঁ আমি অনেকক্ষণ কোনো কথা বলতে পারছিলাম না শুধু তাঁর হাতের বইগুলোর দিকে তাকিয়ে ছিলাম একসময়ে বললাম কিন্তু কেন তা কি জানতে পারি তিনি বললেন বারে তুমি বই পড়তে ভালোবাসো তাই বই নিয়ে এসেছি
বুঝতে চেষ্টা করি
সহপাঠীদের সাথে আলোচনা করে নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করো।
কথা বলার সময়ে কি আমরা একটানা কথা বলি? _________
একনাগাড়ে না বলে থেমে থেমে কথা বলি কেন?__________
সব কথা কি আমরা একই সুরে বলি?____________
লেখার সময়ে দাঁড়ি, কমা, প্রশ্নচিহ্ন ইত্যাদির প্রয়োজন হয় কেন?_____
দাঁড়ি, কমা, প্রশ্নচিহ্ন ইত্যাদি চিহ্ন কী নামে পরিচিত?______
দাঁড়ি, কমা, প্রশ্নচিহ্নের মতো আর কী কী চিহ্ন তুমি চেনো?________
যতিচিহ্ন
মুখের কথাকে লিখিত রূপ দেওয়ার সময়ে কম-বেশি থামা বোঝাতে যেসব চিহ্ন ব্যবহৃত হয়, সেগুলোকে যতিচিহ্ন বলে। বক্তব্যকে স্পষ্ট করতেও কিছু যতিচিহ্ন ব্যবহৃত হয়ে থাকে।
যতিচিহ্নের উদাহরণ: দাঁড়ি (1), কমা (,), সেমিকোলন (:), প্রশ্নচিহ্ন (?), বিস্ময়চিহ্ন (!) ইত্যাদি।
কোন যতিচিহ্নের কী কাজ
(১) দাঁড়ি (।)
দাঁড়ি বাক্যের সমাপ্তি বোঝায়।
যেমন: সে খেলার মাঠ থেকে বাড়ি ফিরল।
(২) কমা (,)
একটু বিরতি বোঝাতে কমা ব্যবহার করা হয়।
যেমন: আমার পছন্দের ফুল গোলাপ, বেলি, জুঁই আর হাসনাহেনা।
(৩) সেমিকোলন (:)
ঘনিষ্ঠভাবে সম্পর্ক আছে এমন দুটি বাক্যের মাঝখানে সেমিকোলনের ব্যবহার হয়।
যেমন: তিনি এলেন; তবে বেশিক্ষণ বসলেন না।
(৪) প্রশ্নচিহ্ন (?)
সাধারণত কোনো কিছু জিজ্ঞাসা করার ক্ষেত্রে প্রশ্নচিহ্ন বসে।
যেমন: সে কখন এসেছে?
(৫) বিস্ময়চিহ্ন (!)
বিভিন্ন আবেগ বোঝাতে বিস্ময়চিহ্ন বসে।
যেমন: বাহ্! তুমি তো চমৎকার ছবি আঁকো।
(৬) হাইফেন (-)
দুটি শব্দকে এক করতে অনেক সময় হাইফেন ব্যবহার করা হয়।
যেমন: ভালো-মন্দ নিয়েই মানুষের জীবন।
(৭) ড্যাশ (-)
এক বাক্যের ব্যাখ্যা পরের বাক্যে করা হলে দুই বাক্যের মাঝে ড্যাশ বসে।
যেমন: তিনিই ভালো রাজা-- যিনি প্রজাদের কথা সবসময়ে ভাবেন।
(৮) কোলন (:)
উদাহরণ উপস্থাপনের সময়ে কোলন বসে।
যেমন: যোগাযোগের দুটি রূপ: ভাষিক যোগাযোগ ও অভাষিক যোগাযোগ।
(৯) উদ্ধারচিহ্ন (' ')
কারো কথা সরাসরি দেখাতে উদ্ধারচিহ্ন বসে।
যেমন: শিক্ষক বললেন, 'তোমরা বড়ো হয়ে সিরাজউদ্দৌলা সম্পর্কে অনেক কিছু জানতে পারবে।"
কোথায় কোন যতিচিহ্ন বসে
উদাহরণ দেওয়ার সময়ে | |
এক বাক্যের ব্যাখ্যা পরের বাক্যে করা হলে দুই বাক্যের মাঝে | |
কারো কথা সরাসরি বোঝাতে | |
কোনো বাক্যে যখন কিছু জিজ্ঞাসা করা হয়। | |
ঘনিষ্ঠভাবে সম্পর্ক আছে এমন দুটি বাক্যের মাঝখানে | |
দুটি শব্দকে এক করতে | |
বাক্যে বিভিন্ন ধরনের আবেগ বোঝাতে | |
বাক্যের বিবরণ সাধারণভাবে শেষ হলে | |
বাক্যের মধ্যে যখন একটু থামতে হয় |
যতিচিহ্ন বসাই
পরিচ্ছেদের শুরুতে দেওয়া অনুচ্ছেদটিতে এখন যতিচিহ্ন বসাওঃ
জানি কথাটি শুনলে তোমাদের কারো বিশ্বাস হবে না সেই লেখক একদিন বিকালে আমাদের বাড়িতে এসে হাজির তাঁর হাতে অনেকগুলো নতুন বই আমি অবাক হয়ে বললাম আপনি কি আমাদের বাড়িতে এসেছেন। তিনি আমার কথার জবাবে ছোটো করে বললেন হ্যাঁ আমি অনেকক্ষন কোনো কথা বলতে পারছিলাম না শুধু তাঁর হাতের বইগুলোর দিকে তাকিয়ে ছিলাম একসময়ে বললাম কিন্তু কেন তা কি জানতে পারি তিনি বললেন। বারে তুমি বই পড়তে ভালোবাসো তাই বই নিয়ে এসেছি
যতিচিহ্ন ব্যবহার করে অনুচ্ছেদ লিখি
একটি অনুচ্ছেদ লেখো যেখানে বিভিন্ন রকম যতিচিহ্নের ব্যবহার আছে।
আরও দেখুন...