যান্ত্রিক বন্ধনী (Mechanical Fastener):
যে বস্তু অন্য বস্তুকে আঁকড়ে ধরে তাকে ইংরেজিতে ফ্যাসেনার বলে। যান্ত্রিক বন্ধনীর উল্লেখযোগ্য সামগ্রী হলো নাট-বোল্ট,স্ক্রু, রিভেট, পিন, ওয়েল্ডিং ইত্যাদি।
ফ্যাসেনার দুই প্রকার। যথা-
১) স্থায়ী ফ্যাসেনার এবং
২) অস্থায়ী ফ্যাসেনার
রিভেট এবং ওয়েল্ডিং স্থায়ী আবদ্ধকারী বস্তু বা ফ্যাসেনার। অপরদিকে, নাট-বোল্ট, স্ক্রু, কী ইত্যাদি অস্থায়ী আবদ্ধকারী বস্তু বা ফ্যাসেনার। অস্থায়ী ফ্যাসেনার প্রয়োজনে খোলা এবং লাগানো যায় কিন্তু স্থায়ী ফ্যাসেনারগুলো খোলা যায় না। ভাঙ্গা হলে পুনরায় ব্যবহার উপযোগী থাকে না।
Read more