ভূ-পর্যটক বললে হয়তো চট করে বিখ্যাত কজন পরিব্রাজকের কথাই আমাদের মাথায় আসে। কিন্তু মানুষ ছাড়াও অন্য প্রাণীদের মধ্যেও কি পর্যটক দেখা যায়? পরিযায়ী পাখিদের কথা নিশ্চয়ই তোমরা সকলেই জানো, যারা বছরের নির্দিষ্ট সময়ে বিশাল দূরত্ব পাড়ি দিয়ে অন্য দেশে গিয়ে ঘর বাঁধে। এই শিখন অভিজ্ঞতায় এই যাযাবর প্রাণীদের সম্পর্কে আরেকটু জেনে নেয়া যাক, চলো!
প্রথম ও দ্বিতীয় সেশন |
এলাকার নাম (গ্রাম/থানা/উপজেলা, জেলা):
পরিযায়ী পাখির নাম | বছরের কোন সময়ে দেখা যায়? |
|
তৃতীয় সেশন |
GPS কী? GPS এর পুরো নাম Global Positioning System (গ্লোবাল পজিশনিং সিস্টেম)। একসময় মানচিত্র, কম্পাস, স্কেল ইত্যাদি দিয়ে মেপে ও অক্ষাংশ-দ্রাঘিমাংশের সাহায্যে ভূপৃষ্ঠের কোন স্থানের ভৌগোলিক অবস্থান নির্ণয় করা হত। এখন GPS প্রযুক্তি ব্যবহার করে খুব সহজে ও নিখুঁতভাবে পৃথিবীর যেকোন স্থানের অবস্থান জানা যায়। গাড়ি, জাহাজ, প্লেন, ল্যাপটপ এমনকি সাধারণ মডেলের স্মার্টফোনেও এখন GPS রিসিভার থাকে। |
দেশের নাম | মানচিত্রে অবস্থান (অক্ষাংশ-দ্রাঘিমাংশ) |
কম্বোডিয়া | |
উরুগুয়ে | |
ডেনমার্ক | |
মাদাগাস্কার | |
জাপান | |
সেনেগাল |
চতুর্থ সেশন |
দেশের নাম | এই মুহূর্তে ঘড়িতে সময় |
বাংলাদেশ | |
কম্বোডিয়া | |
উরুগুয়ে | |
ডেনমার্ক | |
মাদাগাস্কার | |
জাপান | |
সেনেগাল |
পঞ্চম সেশন |
৫ কোটি পাখি চলাচল করে থাকে। এই ফ্লাইওয়ে বাংলাদেশসহ আর কোন কোন দেশের উপর দিয়ে গেছে নিচে লিখে রাখো-
ষষ্ঠ সেশন |
সপ্তম ও অষ্টম সেশন |
'
|
|
|
নবম ও দশম সেশন |
Read more