রুশ বিপ্লব (Russian Revolution)

- সাধারণ জ্ঞান - আন্তর্জাতিক বিষয়াবলী | | NCTB BOOK
60
60

১৯১৭ সালে সংগঠিত দুইটি বিপ্লবের মিলিত নাম রুশ বিপ্লব । সোভিয়েত ইউনিয়নের উত্থান হয় এই বিপ্লবের মাধ্যমে এবং রাশিয়ায় জারতন্ত্রের শাসনের অবসান হয়। ১৯১৭ সালের ফেব্রুয়ারি মাসে নিকোলাসকে উৎখাত করে একটি অন্তবর্তীকালীন সরকার গঠন করা হয়। দ্বিতীয় বিপ্লবের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করে বলশেভিক (কমিউনিস্ট) সরকার প্রতিষ্ঠিত হয় এবং জমিদারদের ৪০ কোটি একর বাজেয়াপ্ত করে ভূমিহীনদের মধ্যে বিতরণ করা হয়। রুশ বিপ্লবের কেন্দ্রবিন্দু ছিল তৎকালিন রাজধানী পেট্রোগ্রাদ (সেইন্ট পিটার্সবার্গ)।

 

জেনে নিই 

  • রুশ/বলশেভিক/অক্টোবর / ১০ দিনের বিপ্লব সংঘটিত হয়- ১৯১৭ সালে। 
  • বলশেভিক অর্থ সংখ্যাগরিষ্ঠ আর মেনসেভিক অর্থ সংখ্যালঘিষ্ট ।
  • ১৯১৭ সালে সংঘটিত বলশেভিক বিপ্লবের নেতৃত্ব দেন- লেনিন।
  • ১৯১৮ সালের পূর্বে রাশিয়ার রাজধানী ছিল- পেট্রোগ্রাড।
  • রাশিয়ার প্রথম সম্রাট পিটার দি গ্রেট। তিনি দাড়ির উপর কর বসিয়েছিলেন।
  • রাশিয়ার সর্বশেষ সম্রাট- ২য় নিকোলাস। 
  • রাশিয়ার প্রাচীন রাজাদের উপাধি ছিল- জার।
  • রুশ বিপ্লব মাধ্যমে জার শাসনের অবসান ঘটে ১৯১৭ সালে।
  • উন্নয়নে 'পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রবর্তক দেশ রাশিয়ার স্ট্যালিন ।
  • রুশ বিপ্লবের স্থায়িত্বকাল ছিল- ১০ দিন। তাই এর অন্য নাম ১০ দিনের বিপ্লব। 
  • রুশ বিপ্লবের মহাননায়ক ভলাদিমির লেনিন তার পুরো নাম- ভলাদিমির উলিয়ানভ লেনিন ।
  • সোভিয়েত ইউনিয়নকে আনুষ্ঠানিক ভাবে বিলুপ্ত ঘোষণা করা হয় ২১ ডিসেম্বর ১৯৯১ সালে।
  •  রুশ বিপ্লব ও রাশিয়ার গৃহযুদ্ধের সময়কালীন বলশেভিক বিপ্লবী রুশ বাহিনী 'রেড আর্মি
  • প্রগতিশীল মেনশেভিকদের বাহিনী ছিল হোয়াইট আর্মি।
  • সোভিয়েত সেনাবাহিনীর নাম পরবর্তীতে রেড আর্মি করা হয়।
  • রাশিয়ার কাস্তে হাতুড়ির নতুন প্রতীক- দুইমাথাযুক্ত ঈগল। 
  • দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন জোসেফ স্ট্যালিন।
  • দ্বিতীয় বিশ্বযুদ্ধের পিতৃভূমি বলা হয় রাশিয়াকে।
  • বিশ্বের সবচেয়ে শক্তিশালী বোমা Father of all bombs তৈরি করে রাশিয়া।
  • বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র-সোভিয়েত ইউনিয়ন (১৯২২)
  • সমাজতন্ত্রের ধারণা দেন- কার্ল মার্কস। কার্ল মার্কস ছিলেন- জার্মানির দার্শনিক।
Content added By
Promotion