রেচনতন্ত্রের মাধ্যমে মানবদেহ থেকে কী বের হয়?
কোন প্রক্রিয়ার মাধ্যমে মানবদেহের বিপাক প্রক্রিয়ায় উৎপন্ন বর্জ্য পদার্থগুলো নিষ্কাশিত হয়?
মানুষের মূত্রের কত ভাগ পানি?
মানবদেহের জৈবিক প্রক্রিয়া নিচের কোনটি?
কোনটি গ্রহণের ফলে মূত্রের অম্লতা বৃদ্ধি পায়?
কোনটির উপস্থিতির জন্য মূত্রের রং হালকা হলুদ হয়?
নিচের কোনটিতে ইউরোক্রোম বিদ্যমান?
কোনটি গ্রহণের ফলে ক্ষারীয়তা বৃদ্ধি পায়?
মানব মূত্রের উপাদান নয়?
ইউরিয়া উৎপন্ন হয় কোনটি থেকে?
কোন জাতীয় খাদ্য গ্রহণে মূত্রের অম্লতা বৃদ্ধি পায়?
নিচের কোনটি খেলে ক্ষারীয় মূত্র তৈরি হয়?
কোনটি অম্লীয় সূত্র তৈরি করে?
কোনটি খেলে ক্ষারীয় মূত্র তৈরি হয় ?
মাছ, মাংস, শিমের বীচি জাতীয় খাদ্য গ্রহণে মূত্রের কোন ধরণের পরিবর্তন হবে?
আমিষ জাতীয় খাদ্য গ্রহণে মূত্রের কি পরিবর্তন হয়?
কোনটি গ্রহণে মূত্রের অম্লত্ব বৃদ্ধি পায়?
বাংলাদেশের কোন বিজ্ঞানী কৃত্রিম কিডনি আবিষ্কার করেছেন?
বৃক্কের অবতল অংশের ভাঁজকে কি বলে?
হাইলামের ভিতর দিয়ে কোনটি বৃত্তে প্রবেশ করে?
বৃক্কের রং কেমন?
বৃক্কের তন্তুময় আবরণবেষ্টিত অংশকে বলে—
ইউরেটারের প্রশস্ত ফানেল আকৃতির অংশকে কী বলা হয়?
হাইলামের ভিতর থেকে কি বের হয়?
প্যাপিলা সরাসরি কোথায় উন্মুক্ত হয় ?
কোনটি প্রসারিত হয়ে পিড়কা (প্যাপিলা) গঠন করে?
পেলভিসের আকৃতি কীরূপ?
রেনাল পিরামিডের অগ্রভাগগুলো প্রসারিত হয়ে গঠন করে কোনটি?
বৃত্তের পেলভিস থেকে মোট কয়টি ইউরেটার বের হয়ে মূত্রাশয়ে প্রবেশ করে?
মেডুলায় সাধারণত কতটি রেনাল পিরামিড থাকে?
রেনাল প্যাপিলা কোথায় থাকে?
বৃক্কের আবরণকে কী বলে?
নিচের কোনটি সরাসরি পেলভিসে উন্মুক্ত হয়?
কোন অভ্যন্তরীণ অঙ্গ রক্তের তরল বর্জ্য অপসারণ করে?
বৃত্তের প্রতিটি ইউনিফেরাস নালিকা কতটি প্রধান অংশে বিভক্ত?
প্রতিটি বৃক্কে নেফ্রন থাকে প্রায় কতটি?
বৃক্কের একক কী?
মানবদেহে মোট নেফ্রনের সংখ্যা কত?
নিচের কোনটি রেনাল করপাসলের অংশ?
কোনটি আল্ট্রাফিলট্রেট তৈরি করে ?
অ্যাফারেন্ট আর্টারিওল সৃষ্টি হয় – থেকে?
ইউরিয়া পরিষত হয় কোথায়?
গ্লোমেরুলাসের কাজ কোনটি?
গ্লোমেরুলাসকে বেষ্টন করে রাখে কোনটি?
তরল পদার্থ পরিস্ফুত হয় কোথায়?
নিম্নের কোনটি নেফ্রনের অংশ নয়?
একটি রেনাল করপাসল-এ কয়টি অংশ থাকে?
প্রত্যেকটি রেনাল টিউব্যুল কয়টি অঞ্চলে বিভক্ত?
বৃক্কের কোন অংশ দিয়ে রেচন পদার্থ পরিশ্রাবণ হয়?
রেচনতন্ত্রের কোন অংশে তরল পদার্থ পরিসৃত হয়?
বৃক্কে ছাঁকনির কাজ করে কোনটি?
ইউরিয়া পরিষত হয় কোনটিতে?
অ্যাফারেন্ট অ্যার্টারিওল কতটি কৈশিকনালিকা তৈরি করে?
একজন সাধারণ মানুষ প্রতিদিন প্রায় কত মিলিলিটার মূত্র ত্যাগ করেন?
নিচের কোনটি বৃক্কের কাজ নয়?
মূত্র ত্যাগের ইচ্ছা জাগে কখন ?
দেহে অম্ল ও ক্ষারের ভারসাম্য রক্ষা করে কোনটি?
অসমোরেগুলেশনে ভূমিকা রাখে কে?
তরল পদার্থ পরিষত হয় কোথায়?
রক্ত বেশি তরল হয় কখন?
দেহে পানির পরিমাণ বেড়ে গেলে কোনটি ঘটে?
বৃক্ষ-নালিকা থেকে রক্তে প্রয়োজনীয় পানির প্রত্যাবর্তন ঘটে কোথায় ?
বৃক্কে পাথর হওয়ার কারণ কোনটি?
বৃক্কে পাথর হওয়ার সম্ভাবনা বেশি কার?
নিচের কোন খাবারটি বেশি খেলে বৃক্কে পাথর হতে পারে?
বৃক্কের পাথর অপসারণ পদ্ধতি নয় কোনটি?
বৃত্তে পাথর অপসারণের আধুনিক পদ্ধতি কী?
নিচের কোন উপাদান গ্রহণ করলে সাধারণত ক্ষারীয় মূত্র তৈরি হয়?
রক্তে কোন পদার্থের বৃদ্ধিতে কিডনি বিকল হয়ে যায়?
আকস্মিক কিডনি অকেজো হতে পারে কোন কারণে?
কিডনি বিকলের কারণ কী?
আকস্মিক বৃক্ক বিকল হওয়ার কারণ কী?
আকস্মিক কিডনি বিকল হওয়ার কারণ কোনটি?
ডায়ালাইসিস মেশিনের মধ্যে কোথা থেকে রক্ত পাম্পের মাধ্যমে প্রবাহিত হয়?
ডায়ালাইসিসের মাধ্যমে কোন ধরনের বর্জ্য পদার্থ শরীর থেকে বাইরে নিষ্কাশিত হয়?
ডায়ালাইসিস মেশিনের সাহায্যে কী করা হয়?
কোন ধরনের মৃত ব্যক্তির কিডনি রোগীর দেহে সংযোজন করা যায়?
ব্যাঙ্ক মানুষের ক্ষেত্রে অতিরিক্ত খাবার স্যালাইন কি ডেকে আনে?
কিডনি প্রতিস্থাপনের জন্য আবশ্যকীয় শর্ত কোনটি?
শিশুদের টনসিল এবং খোসপাঁচড়া থেকে কোনটি রোগাক্রান্ত হতে পারে?
রেচনের মাধ্যমে দেহ থেকে বের হয়ে যায়-i. অতিরিক্ত পানিii. অতিরিক্ত প্রাণরসiii. অতিরিক্ত লবণ
নিচের কোনটি সঠিক?
মূত্রের উপাদান-
i. গ্লুকোজ, বিলিরুবিনii. পানি, বিভিন্ন ধরনের লবণiii. ইউরিয়া, ক্রিয়েটিনিন
আমিষ জাতীয় খাদ্য গ্রহণে মূত্রের— i. ক্ষারীয়তা বৃদ্ধি করেii. অম্লতা বৃদ্ধি করেiii. পানির পরিমাণ বাড়ে
মেডুলার রেনাল পিরামিডের ক্ষেত্রে প্রযোজ্য-i. অগ্রভাগ প্যাপিলা গঠন করে ii. প্যাপিলা সরাসরি পেলভিসে উন্মুক্ত হয়iii. মূত্র থলিতে উন্মুক্ত হয়
বৃক্কের অবস্থান- i. উদর গহ্বরের পিছনেii. হৎপিন্ডের উপরেiii. বক্ষ পিঞ্জরের নিচে
রেনাল টিউব্যুলের অংশগুলো হলো—i. গোড়াদেশীয় প্যাচানো নালিকাii. হেনলির লুপiii. প্রান্তীয় প্যাচানো নালিকা
বৃক্ক মানবদেহে- i. রক্তচাপ নিয়ন্ত্রণ করেii. অম্লক্ষারের ভারসাম্য রক্ষা করেiii. সোডিয়াম, পটাশিয়াম ইত্যাদির পরিমাণ নিয়ন্ত্রণ করে
মানবদেহে বৃক্কের মাধ্যমে রক্ষা পায়-i. পানির ভারসাম্যii. অম্ল ও ক্ষারের মাধ্যমে ভারসাম্যiii. প্রোটিন ও লিপিডের ভারসাম্য
কিডনিতে পাথর হওয়ার কারণগুলো হলো- i. অতিরিক্ত শারীরিক ওজনii. কম পানি পান করাiii. কিডনির সংক্রমণ
বৃত্তে পাথর অপসারণের পদ্ধতি হচ্ছে-i. আল্ট্রাসনিক লিথট্রিপসিii. ডায়ালাইসিসiii. অস্ত্রোপচার
বৃক্কের রোগের লক্ষণগুলো—i. শরীর ফুলে যাওয়াii. রক্ত মিশ্রিত প্রস্রাব যাওয়াiii. শ্বাসকষ্ট বেড়ে যাওয়া
বৃক্কের পাথরের চিকিৎসা হলো-i. বৃক্ষের অস্ত্রোপচারii. কম পানি গ্রহণiii. ঔষধ সেবন
কিডনি বিকল হলে-i. মূত্রের পরিমাণ কম হয়ii. প্রোটিন জাতীয় খাবার কম খেতে হয়iii. রক্তে ক্রিয়েটিনিন কমে যায়
বৃদ্ধ হঠাৎ বিকল হয়ে যায়-i. অতিরিক্ত রক্ত ক্ষরণেii. মারাত্মক ডায়রিয়ার কারণেiii. আমাশয়ের কারণেনিচের কোনটি সঠিক?
কিডনি ডায়ালাইসিস-
i. বৈজ্ঞানিক উপায়ে রক্ত পরিশোধন
ii. স্বল্পব্যয়ে সম্পন্ন করা যায়
iii. সময় সাপেক্ষ
কিডনি বিকল হলে- i. রক্তে নাইট্রোজেনের পরিমাণ কমে যাবেii. কম পানি পান করাiii. কিডনির সংক্রমণনিচের কোনটি সঠিক?
বৃক্কে পাথর অপসারণের পদ্ধতি হচ্ছে-i. আল্ট্রাসনিক লিথট্রিপসিii. ডায়ালাইসিসiii. অস্ত্রোপচার
কিডনির অবস্থান-
i. পাকস্থলী গহ্বরের পিছনেii. হার্টের উপরেiii. বক্ষ গহ্বরের নিচে
বৃদ্ধ নিয়ন্ত্রণ করে-i. সোডিয়াম, পটাশিয়ামের পরিমাণii. দেহের রক্তচাপiii. খাদ্যের পরিপাক
তরিতরকারি গ্রহণে কি তৈরি হয়?
হাইলামে অবস্থিত গহ্বরের মতো অংশটি কী?
দেহের যাবতীয় নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ নেফ্রনে বহন করে কে?
বোম্যান্স ক্যাপসুলের অঙ্কীয় দেশ থেকে সংগ্রাহী নালি পর্যন্ত বিস্তৃত ও চওড়া নালিকাটিকে কী বলে?
আলট্রাফিলট্রেট কিসের মধ্যদিয়ে প্রবাহিত হয়?
দেহের পানিসাম্য নিয়ন্ত্রণে কোনটি প্রধান ভূমিকা পালন করে?
ইউরেটার থেকে মূত্র কোথায় যায়?
বৃক্কে পাথর হলে কোন উপসর্গ দেখা যায়?
বৃত্তে পাথর হলে কোনটি হয়?
উচ্চ রক্তচাপের কারণে কোন রোগটি হতে পারে?
বিকল হওয়া কিডনির রক্ত পরিশোধনের প্রক্রিয়া কী?
বৃক্কে পাথর হওয়ার কারণ হলো--i. অতিরিক্ত শারীরিক ওজনii. বেশি পানি পান করাiii. অতিরিক্ত প্রাণিজ আমিষ গ্রহণ
বৃত্ত অকার্যকর হয়ে গেলে-i. দেহে পানি জমতে পারেii. চোখ-মুখসহ সারা শরীর ফুলে যেতে পারেiii. উচ্চ রক্তচাপ সৃষ্টি হতে পারে
Read more
or
Don't have an account? Register
Lorem ipsum dolor, sit amet consectetur adipisicing elit. Ducimus nihil, quo, quis minus aspernatur expedita, incidunt facilis aliquid inventore voluptate dolores accusantium laborum labore a dolorum dolore omnis qui? Consequuntur sed facilis repellendus corrupti amet in quibusdam ducimus illo autem, a praesentium.
1 hour ago