রেফ্রিজারেটরের ত্রুটি নির্ণয় ও প্রতিকার

এসএসসি(ভোকেশনাল) - রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং-১ - প্রথম পত্র (নবম শ্রেণি) | | NCTB BOOK
29
29

রেফ্রিজারেটরের ত্রুটি নির্ণয় ও প্রতিকার ( Fault Finding & Remedy of Refrigerator)

এই শিখনফল অর্জনের মাধ্যমে আমরা রেফ্রিজারেটরের বিভিন্ন ত্রুটি, ত্রুটির কারণ ও প্রতিকার সম্পর্কে জানব ।

রেফ্রিজারেটর চলেনা

 

রেফ্রিজারেটর চালু হয়েই বন্ধ হয়ে যায়

 

রেফ্রিজারেটর চলে কিন্তু ঠান্ডা হয় না

 

রেফ্রিজারেটর চলে কিন্তু ঠান্ডা কম হয় ।

 

রেফ্রিজারেটরে বরফ বেশী জমে ।

 

রেফ্রিজারেটর অনবরত চলতে থাকে

 

রেফ্রিজারেটরের ভেতর থেকে পানি বের হয়

 

রেফ্রিজারেটরের বডিতে হাত দিলে শক্‌ করে

 

রেফ্রিজারেটর চলার সময় অতিরিক্ত শব্দ করে চলে

 

রেফ্রিজারেটরের লাইট জ্বলেনা

 

রেফ্রিজারেটরের ডিপ চেম্বারে ঠান্ডা হয় কিন্তু নরমালে ঠান্ডা হয় না

 

রেফ্রিজারেটর চালু করলেই ফিউজ কেটে যায় / সার্কিট ব্রেকার অফ হয়ে যায়

 

রেফ্রিজারেটর চালু করলে চলে না কিন্তু অ্যাম্পিয়ার বেশি নেয়

 

 

Content added By
Promotion