রেফ্রিজারেশন ইউনিটের কম্পোনেন্ট সমূহ টেষ্ট করার জন্য প্রস্তুতি গ্রহণ

এসএসসি(ভোকেশনাল) - রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং-১ - প্রথম পত্র (নবম শ্রেণি) | | NCTB BOOK
10
10

এই শিখনফল অর্জনের মাধ্যমে আমরা ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জাম এবং একটি অনুসন্ধানমূলক কাজের মাধ্যমে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং (আরএসি) এর কম্পোনেন্টের লোকাল/আঞ্চলিক নাম ও সঠিক নাম সম্পর্কে জানব ।

Content added By

ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জাম

13
13

ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জাম (Personal Protective Equipment PPE )

কাজ করার সময় যে সকল সরঞ্জাম বা ইকুইপমেন্ট ব্যবহার করলে নিজেকে মারাত্মক কোন দূর্ঘটনা থেকে রক্ষা করা যায় সেগুলিকে ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জাম বা পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (PPE) বলে।

ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জামে যা থাকে -

  • মাক্স
  • সেফটি বেল্ট 
  • সেফটি গগলস 
  • সেফটি হেলমেট
  • সেফটি সু 
  • হ্যান্ড গ্লাভস 
  • অ্যাপ্রোন 
  • এয়ার প্লাগ 

 

Content added By

রেফ্রিজারেশন ইউনিটের ধরণ অনুযায়ী কম্পোনেন্টের ধরণ

11
11

রেফ্রিজারেশন ইউনিটের ধরণ অনুযায়ী কম্পোনেন্টের ধরণ ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এই সকল ইউনিটের মধ্যে যে সকল কম্পোনেন্ট বেশি ব্যবহার করা হয় নিচের হবে সেই স ম্পোনেন্টের চিত্র দেয়া হল-

অনুসন্ধানমূলক কাজ 

তোমার এলাকা অথবা বিদ্যালয়ের বা ইন্সটিটিউটের আশে পাশের রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং এর ওয়ার্কশপ থেকে নিচে উল্লেখিত কম্পোনেন্টের লোকাল/আঞ্চলিক নাম ও সঠিক নাম জেনে সঠিক নামটি পরের পাতার তালিকায় লেখ।

 

Content added By
Promotion