রেফ্রিজারেশন কন্ট্রোলসের প্রয়োজনীয়তা

এসএসসি(ভোকেশনাল) - রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং-২ - প্রথম পত্র (নবম শ্রেণি) | | NCTB BOOK
15
15

রেফ্রিজারেশন কন্ট্রোলসের প্রয়োজনীয়তা 

আর এসি (Refrigeration & Air Conditioning- RAC)-এর প্রেসার বৃদ্ধির সাথে সাথে এর ইউনিট ও প্লান্ট সমূহ স্বয়ংক্রিয় ( Automatic) পরিচালনার প্রসঙ্গ দেখা দেয়। পর্যায়ক্রমে বিভিন্ন প্রয়োজনে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং সিস্টেমকে স্বয়ংক্রিয় করতে কিছু সাহায্যকারী যন্ত্র- যন্ত্রাংশ ব্যবহার করা হয় যা কন্ট্রোলস নামে পরিচিত। কন্ট্রোলসের সাহায্যে সিস্টেমের হিমায়ক / রেফ্রিজারেন্ট ও কারেন্ট নিয়ন্ত্রণের মাধ্যমে ব্যবস্থাপনাকে স্বয়ংক্রিয় করা হয়। তাই নিম্নোক্ত প্রয়োজনে কন্ট্রোলস ব্যবহার করা হয়-

১। সুষ্ঠুভাবে সিস্টেম চালু ও বন্ধ করা, 

২। সিস্টেমের নিরাপত্তা ব্যবস্থা দৃঢ় করা, 

৩। সিস্টেমের দূর্ঘটনা কম ঘটে, 

৪। সময়ের যথাযথ ব্যবহার নিশ্চিত করা, 

৫। দ্রব্যাদি বিনষ্ট বা অপচয় কম করা, 

৬। অর্থ ও শ্রম সাশ্রয় করা, 

৭। প্রত্যাশিত মাত্রায় তাপমাত্রা নিয়ন্ত্রণ সম্ভব করা, 

৮। প্লাস্টের আয়ুষ্কাল বৃদ্ধি করা ইত্যাদি ।

 

কাঙ্খিত মাত্রার উষ্ণতা পাবার জন্য দু'টি কাজের প্রয়োজন-

১। হিমায়ক প্রবাহ ও নিয়ন্ত্রণ 

২। বিদ্যুৎ প্রবাহ নিয়ন্ত্রণ ।

কাজ দু'টি করার জন্য দুই ধরনের নিয়ন্ত্রক ব্যবহার করা হয়- 

১। হিমায়ক প্রবাহ নিয়ন্ত্রক এবং ২। বিদ্যুৎ প্রবাহ নিয়ন্ত্রক। 

১। হিমারক প্রবাহ নিয়ন্ত্রক (Refrigerant Flow Controllers ) -

হিমায়ক প্রবাহ নিয়ন্ত্রণকারী ডিভাইসের নাম হল হিমায়ক নিয়ন্ত্রক বা রেফ্রিজারেন্ট ফ্লো কন্ট্রোলার (Controllers)। এটি ইউনিটের হিমায়ক প্রবাহ (চাপ) নিয়ন্ত্রণ করে তাপমাত্রা বা টেম্পারেচার নির্দিষ্ট মাত্রায় রাখে।

২। বিদ্যুৎ প্রবাহ নিয়ন্ত্রক (Current Controllers) -

এটি ইউনিটের বিদ্যুৎ প্রবাহ নিয়ন্ত্রণ করে নির্দিষ্ট তাপমাত্রা বজায় রাখে। যেযন্ত্র তাপের প্রভাবে প্রভাবিত হয়ে বিদ্যুৎ প্রবাহ নিয়ন্ত্রণ করে তাকে বিদ্যুৎ প্রবাহ নিয়ন্ত্রক বলে। এর সাহায্যে বৈদ্যুতিক বর্তনী বা সার্কিট অন অফ (ON-OFF) করা হয়, একে দুই ভাগে ভাগ করা হয়-

১। পরিচালনা নিয়ন্ত্রক (Operating Controllers ) 

এর সাহায্যে সাধারণত কম্প্রেসর মোটরকে পরিচালনা (ON-OFF) করে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হয়। মোটর যখন চলে তখন কম্প্রেসর চলে এবং হিমায়ক প্রবাহিত হয়। তখন ঠান্ডার কাজ সম্পাদিত হয়। মোটর বন্ধ হলে কম্প্রেসর বন্ধ হয়। ফলে হিমায়ক প্রবাহ বন্ধ হয় ।

২। নিরাপত্তামূলক নিয়ন্ত্রক (Protective Controller) 

এটি মূলত হিমায়ক প্রবাহের পরিমানের ভিত্তিতে কম্প্রেসর মোটরকে চালু এবং বন্ধ করে অথবা তাপমাত্রার ভিত্তিতে হিমায়ক প্রবাহকে নিয়ন্ত্রণ করে।

 

 

Content added By
Promotion