গ্রামাঞ্চলে পানীয় জলের জন্য যে হস্তচালিত নলকুপ বা হ্যান্ড পাম্প ব্যবহার করা হয়, তা এক প্রকার রেসিপ্রোকেটিং পাম্প। বর্তমান অধ্যারে রেসিপ্রোকেটিং পাম্পের প্রকারভেদ, ব্যবহার, গঠন, কার্যপদ্ধতি, রক্ষণাবেক্ষণ ইত্যাদি যাবতীয় বিষয় আলোচনা করা হয়েছে। নিচে রেসিপ্রোকেটিং পাম্প সম্পর্কে আলোচনা করা হলো:
বিভিন্ন প্রকার পাম্পের বিভিন্ন ধরনের ব্যবহার রয়েছে। এসব পাম্পের নাম ও তাদের ব্যবহার সম্বন্ধে নিচে উল্লেখ করা হলো।
(ক) হস্তচালিত নলকূপ বা ৰাকেট টাইপ লিফট পাম্প
সাধারণত গৃহকাজে প্রয়োজনীয় পানি সরবরাহ এবং ছোট কৃষি জমিতে অল্প সেচ প্রদানের কাজে এই গাম্প ব্যবহার করা হয়।
(খ) হস্তচালিত বাকেট পাম্প
ফসলের জমিতে কীটনাশক ছিটানোর জন্য ব্যবহৃত স্প্রে-পাম্প' এ বাফেট পাম্প ব্যবহার করা হয় ।
(গ) হস্তচালিত ডায়াফ্রাম পাম্প
এ ধরনের পাম্প কর্দমাক্ত পানি বা এ ধরনের তরল পদার্থ নিষ্কাশন, নির্মাণ কাজের ট্রেন্স পানিমুক্ত করা, ড্রেনেজ লাইন পরিষ্কার করা, সেফটি ট্যাংক নিষ্কাশন করা ইত্যাদি কাজে ব্যবহৃত হয়।
(ঘ) বাকেট টাইপ ফোর্স পাম্প
এ ধরনের পাম্প ভূ-পৃষ্ঠস্থ বা ভূ-গর্ভস্থ চৌবাচচা থেকে অথবা নলকূপ হতে পানি উচচ স্থানে অবস্থিত রিজার্ভ ট্যাংকে সরবরাহ করার কাজে ব্যবহৃত হয় । গৃহকাজে ব্যবহারের জন্য এ পাম্প বেশ উপযোগী।
(ঙ) পিস্টন টাইপ পাম্প
বহুতল বিশিষ্ট ভবনের হাসে রিজার্ভ ট্যাংকে পানি উত্তোলনের জন্য এই পাম্প বেশ উপযোগী। এই পাম্পের সাহায্যে উচচ চাপে পানি অনেক উঁচুত্তে উত্তোলন করা যায়।
(চ) প্লাজার টাইপ পাম্প
খুব অল্প পরিমাণে তরল পদার্থকে অতি উচ্চ চাপে অল্প দূরত্বে নিক্ষেপ করার কাজে এ ধরনের পাম্প ব্যবহৃত হয়। ডিজেল ইঞ্জিনের জ্বালাি সিলিন্ডারে জ্বালানী সরবরাহের কাজেও এ ধরনের পাম্পে ব্যবহৃত হয়।
রেসিপ্রোকেটিং পাম্পের প্রকারভেদ (Types of Reciprocating Pump )
রেসিপ্রোকেটিং পাম্পের ব্যবহার, গঠন, কার্যপদ্ধতি, ইত্যাদির ভিত্তিতে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। সাধারণভাবে রেসিপ্রোকেটিং পাম্পকে
দুই ভাগে ভাগ করা যায়। যথা-
(১) লিফট পাম্প
(২) ফোর্স পাম্প
পাম্প চালানোর কৌশলের ভিত্তিতে পাম্পকে দুই ভাগে ভাগ করা যায়। যেমন-
(১) হস্তচালিত পাম্প
(২) ইঞ্জিন/মোটর চালিত পাম্প
পাম্পিং এলিমেন্টের প্রকারভেদের ভিত্তিতে পাম্পকে দুই ভাগে ভাগ করা যায়। যেমন-
(১) বাকেট টাইপ পাম্প
(২) ডায়াফ্রাম টাইপ পাম্প
আবার ফোর্স পাম্পকে পাম্পিং এলিমেন্টের ভিত্তিতে তিন ভাগে ভাগ করা যায়। যেমন-
(১) ৰাকেট টাইপ ফোর্স পাম্প
(২) পিস্টন টাইপ ফোর্স পাম্প
(৩) প্লাঞ্জার টাইপ ফোর্স পাম্প
হস্তচালিত নলকূপের গঠন নিচের চিত্রের মাধ্যমে দেখানো হলো। হস্তচালিত নলকূপ নিম্নোক্ত যন্ত্রাংশের সমন্বয়ে গঠিত।
(১) হাতল (হ্যান্ডেল)
(২) প্লাজার রড/কানেক্টিং রড
(৪) হেড কভার
(৫) ব্যারেল
(৫) নির্গম মুখ
(৬) নোজ বোল্ট এন্ড নাট
(৭) হেডকভার বোল্ট এন্ড নাট
(৮) পিডট বোল্ট এন্ড নাট
(৯) পিস্টন (বাকেটসহ)
(১০) পিস্টন ভালভ (
১১) চেক ভাব (লেদার ভাষ )
(১২) পাম্প বেস
হস্তচালিত নলকূপ হতে পানি ওঠানোর জন্য নলকূপের হাতল বার বার চাপতে হয়। হাতলে চাপ প্রয়োগ করে পানি ওঠানো হয় বলে একে 'চাপকল ও বলা হয়। হাতলে চাপ প্রয়োগ করে নিচের দিকে নামালে হাতলের মাথায় সংযুক্ত কানেক্টিং রডের টানে পিস্টন ওপর দিকে উঠে আসে। এ সময় পিস্টনের ভালভটি বন্ধ থাকে বলে নিচের অংশে ব্যারেলের মধ্যে বায়ু শূন্যতার সৃষ্টি হয়। ফলে, নিচের দিক হতে পানি চেক ভালভকে ঠেলে উপরে ব্যারেলের মধ্যে প্রবেশ করে। এতে ব্যারেল পানি দ্বারা ভর্তি হয়। আবার, হাতল উপর দিকে টেনে তোলা হলে কানেক্টিং রডের নিম্নমুখি চাপের কারণে পিস্টন নিচের দিকে নামে। নিচে চেকভালভ বন্ধ থাকায় ব্যারেলের পানির চাপে পিস্টন ভালভ খুলে যায় এবং পানি উপরে উঠে আসে। আবার যখন হাতল নিচের দিকে চাপা হয় তখন আগের মতো পানির চাপে পিস্টন উপর দিকে ওঠে এবং একই ভাবে পানি উপরে উঠে আসে। অতিরিক্ত পানি ব্যারেলের উপর দিকের নির্গম মুখ দিয়ে বের হয়ে আসে। এভাবে ক্রমাগত হাতল ওঠা-ন হতে থাকে।
অতি সংক্ষিপ্ত প্রশ্ন
১. রেসিপ্রোকেটিং পাম্প কী ?
২. রেসিপ্রোকেটিং পাম্প প্রধানত কত প্রকার ও কী কী ?
৩. হস্তচালিত বাকেট পাম্প কী ?
৪. বাকেট টাইপ ফোর্স পাম্প কী ?
৫. পিস্টন টাইপ পাম্প কী ?
সংক্ষিপ্ত প্রশ্ন
১. রেসিপ্রোকেটিং পাম্প প্রধাণত কত প্রকার ও কী কী ?
২. পাম্প চালানোর কৌশলের ভিত্তিতে রেসিপ্রোকেটিং পাম্প কত প্রকার ও কী কী ?
৩. পাম্পিং এলিমেন্টের ভিত্তিতে রেসিপ্রোকেটিং পাম্প কত প্রকার ও কী কী ?
৪. আবার ফোর্স পাম্পকে পাম্পিং এলিমেন্টের ভিত্তিতে কত প্রকার ও কী কী
৫. স্প্রে পাম্প বা হস্ত চালিত বাকেট পাম্প কী কাজে ব্যবহার করা হয় ?
৬. বহুতলবিশিষ্ট ভবনের ছাদে পানি জমা রাখার জন্য কী পাম্প ব্যবহার করা হয় ?
৭. প্লাজার পাম্পে কী ধরনের রড ব্যবহার করা হয় ?
৮. হস্ত চালিত টিউবওয়েল বা নলকূপ কোনো ধরনের পাম্প ?
৯. রেসিপ্রোকেটিং পাম্প কোনো নীতিতে কাজ করে ?
১০. রেসিপ্রোকেটিং পাম্প বা হস্ত চালিত পাম্প কত গভীরতা পর্যন্ত পানি উঠাতে পারে ?
রচনামূলক প্রশ্ন
১. বিভিন্ন প্রকার রেসিপ্রোকেটিং পাম্পের ব্যবহার বা প্রয়োজনীয়তা বর্ণনা কর ?
২. হস্ত চালিত নলকূপের চিত্র অংকন করে ইহার বিভিন্ন অংশ চিহ্নিত কর।
৩. রেসিপ্রোকেটিং পাম্প হস্তচালিত নলকূপের কার্য পদ্ধতি বর্ণনা কর ।
৪. রেসিপ্রোকেটিং পাম্পের দোষ-ত্রুটি ও প্রতিকার ধারাবাহিক ভাবে উল্লেখ কর ?
আরও দেখুন...