শব্দজোড় (পরিচ্ছেদ ৪৩)

নবম-দশম শ্রেণি (মাধ্যমিক ২০২৫) - বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (নতুন সংস্করণ) - | NCTB BOOK
174
174

বাংলা ভাষায় এমন কিছু শব্দ আছে, যেগুলোর উচ্চারণ এক অথবা প্রায় এক, কিন্তু অর্থ ভিন্ন; এমন যুগল শব্দকে শব্দজোড় বলে। অধিকাংশ ক্ষেত্রে এদের বানান ভিন্ন হয়, তবে উচ্চারণ এক হওয়ায় কানে শুনে এদের পার্থক্য করা যায় না। বাক্যে ব্যবহৃত হলে প্রসঙ্গ বিবেচনায় এসব শব্দের পার্থক্য বোঝা যায়।

নিচে কিছু শব্দজোড়ের উদাহরণ উল্লেখ করা হলো।

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

অনুশীলনী

43
43

সঠিক উত্তরে টিক চিহ্ন (✓) দাও।

১. দুটি শব্দের উচ্চারণ এক বা প্রায় এক কিন্তু অর্থ আলাদা, সেগুলোকে কী বলে? 

ক. বর্গ খ. প্রবাদ গ. শব্দজোড় ঘ. শব্দদ্বৈত 

২. শব্দজোড়ে শব্দের অর্থের পার্থক্য বোঝা যায় কীভাবে? 

ক. প্রসঙ্গ বিবেচনায় খ. সমাজ বিবেচনায় 

গ. স্থান বিবেচনায় ঘ. কাল বিবেচনায় 

৩. 'অনু' এবং 'অণু' - এই শব্দ দুটির মধ্যে তফাত কোন ক্ষেত্রে? 

ক. বানানে খ. উচ্চারণে গ. অর্থে ঘ. বানানে ও অর্থে 

৪. 'নিবৃত' ও 'নিভৃত' শব্দজোড়ের মধ্যে মিল কোথায়? 

ক. উচ্চারণে খ. বানানে গ. অর্থে ঘ. শব্দশ্রেণিতে

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

Promotion