সাহিত্য কনিকা

শব্দার্থ ও টীকা

অষ্টম শ্রেণি (মাধ্যমিক) - সাহিত্য কনিকা - কবিতা | NCTB BOOK

সদা — সবসময়।

সংশয় — সন্দেহ, দ্বিধা।

সংকল্প মনের দৃঢ় ইচ্ছা।

সংশয়ে সংকল্প সদা টলে — মনের দৃঢ় ইচ্ছা পূরণ করায় বাধা তৈরি হয়।

শুভ্র  - সাদা, এখানে পরিষ্কার বা অমলিন অর্থে ব্যবহৃত।

যবে — যখন।

প্রশমিতে — উপশম ঘটাতে, নিবারণ করতে।

প্রশমিতে পারে ব্যথা — যন্ত্রণার উপশম ঘটাতে পারে।

উপেক্ষা — গ্রাহ্য না করা, অবহেলা করা, গুরুত্ব না দেয়া।

ছল — ছুতা, ওজর।

ম্রিয়মাণ — কাতর, বিষাদগ্রস্ত।

Content added || updated By

আরও দেখুন...

Promotion