শব্দার্থ ও টীকা

অষ্টম শ্রেণি (মাধ্যমিক) - সাহিত্য কনিকা - কবিতা | NCTB BOOK

সাম্য — সমতা, সমান অধিকার।

অশ্রুবারি অশ্রুবারি

ভগ্নি — চোখের জল।

মহীয়ান সুমহান, এখানে মহিমান্বিত অর্থে ব্যবহৃত হয়েছে।

রণ — যুদ্ধ, লড়াই।

কত নারী দিল সিঁথির সিঁদুর — অসংখ্য নারী স্বামীকে হারিয়েছে।

কত মাতা দিল হৃদয় উপাড়ি — হৃদয়ভরা মমতা দিয়ে উৎসাহিত করল নারী।

স্মৃতিস্তম্ভ — স্মৃতি রক্ষার্থে তৈরি কাঠামো।

বিজয়-লক্ষ্মী নারী — জয়ের নিয়ন্তা দেবী হিসেবে নারীকে কল্পনা করা হয়েছে।

ডঙ্কা জয়ঢাক।

রচা রচনা করা হয়েছে এমন, সৃষ্টি করা হয়েছে এমন।

পীড়ন অত্যাচার, নির্যাতন, শারীরিক কষ্ট প্রদান।

পীড়া যন্ত্রণা, কষ্ট, বেদনা।

Content added || updated By

আরও দেখুন...

Promotion