শিলা

- সাধারণ বিজ্ঞান - জীব বিজ্ঞান | | NCTB BOOK

শিলা

শিলা : ভূ-পৃষ্ঠ বিভিন্ন মৌলিক উপাদানের সমন্বয়ে গঠিত। বিভিন্ন প্রকার খনিজ প্রাকৃতিক উপায়ে সংমিশ্রিত হয়ে যে পদার্থ সৃষ্টি করে তাকে শিলা বলে। শিলার শ্রেণিবিভাগ : ১. আগ্নেয় শিলা, ২. পাললিক শিলা ৩. রুপান্তরিত শিলা । ১ . আগ্নেয় শিলা : উত্তপ্ত আগ্নেয় পদার্থ জমাট বেঁধে যে শিলার সৃষ্টি করে তাকে আগ্নেয় শিলা বলে। আগ্নেয় শিলাকে আবার প্রাথমিক শিলা ও বলা হয়। উদাহরণ: ব্যাসল্ট, গ্রানাইট ইত্যাদি। ২. পাললিক শিলা : পলি সঞ্চিত হয়ে যে শিলা গঠন করে তাকে পাললিক শিলা বলে। এ শিলাতে সঞ্চিত পলি স্তরে স্তরে সঞ্চিত থাকে বলে এ শিলাকে স্তরীভূত শিলা ও বলা হয়। উদাহরণ : চুনাপাথর কয়লা, জিপসাম , ভায়াটাম ইত্যাদি। জীবাশ্ম: পাললিক শিলা স্তরে স্তরে সঞ্চিত হওয়ার সময় উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহ বা দেহের কোন অংশে চাপা পড়ে গিয়ে কালক্রমে তা পাথরে পরিণত হয় এবং সেই পাথরের মধ্যে ঐ জীবের ছাপ থেকে যায়। এভাবে জীবের দেহাবশেষ অবিকৃত অবস্থায় পাথরে পরিণত হলে তাকে জীবাশ্ম বলে। ৩.রুপান্তরিত শিলা: কোন শিলা তাপ , চাপ ও রাসায়নিক ক্রিয়ার ফলে যদি পরিবর্তন হয়ে নতুন শিলায় পরিণত হয় তবে সেই শিলাকে রুপান্তরিত শিলা বলে। উদাহরণ : গ্রানাইট থেকে পেন্সিলের শিসের তৈরি ; শেল থেকে প্লেট তৈরি ;কয়লা থেকে গ্রাফাইট সৃষ্টি ইত্যাদি রুপান্তরিত শিলার উদাহরণ

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

আগ্নেয় শিলা
রূপান্তরিত শিলা
পাললিক শিলা
উপরের কোনটিই নয়
রুপান্তরিত শিলা
আগ্নেয় শিলা
পাললিক শিলা
জৈব শিলা
রুপান্তরিত শিলা
আগ্নেয় শিলা
পাললিক শিলা
জৈব শিলা

মেঘের পানির কণা খুবই উত্তপ্ত হয়ে যায়

মেঘে পানিকণারর চেয়ে ক্লোরিনের পরিমান বেশি হয়ে গেলে

মেঘের পানির কণার সাথে বাতাসের ভাসমান রাসায়নিক পদার্থের বিক্রিয়ার ফলে

মেঘের পানির কণা খুব ঠান্ডা হয়ে যাওয়ায়

Read more

Promotion