সংকর ধাতু

- সাধারণ বিজ্ঞান - ভৌতবিজ্ঞান | | NCTB BOOK

সংকর ধাতু (Alloy)

দুই ততোধিক ধাতু পরস্পরের সাথে মিশে যে সমসত্ব বা অসমসত্ব মিশ্রণ উৎপন্ন করে, সেই কঠিন ধাতব পদার্থকে সংকর ধাতু বলে। যেমন: কাঁসা হলো কপার ও টিনের সংকর ধাতু।

সংকর ধাতু

রাসায়নিক সংযুক্তি

ব্রোঞ্জ (Bronze)

৯০% তামা + ১০% টিন

পিতল (Brass)

তামা ৮০% + দস্তা (জিঙ্ক)-২০%

গান মেটাল

তামা ৮৮% + ১০% টিন + দস্তা (জিঙ্ক)-২%

ডুরালামিন

অ্যালুমিনিয়ামের সাথে মেশানো হয় কপার, ম্যাগনেসিয়াম এবং ম্যাঙ্গানিজ।

টাইপ মেটাল

সীসা ৭৫% + অ্যানিাটমনি ২০% + টিন ৫%

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

Promotion