সাবেক উপনিবেশ রাষ্ট্রসমূহ

- সাধারণ জ্ঞান - আন্তর্জাতিক বিষয়াবলী | NCTB BOOK

দক্ষিণ এশিয়ার সার্কভুক্ত সব রাষ্ট্র ছিল বৃটেনের উপনিবেশ

  • ভারত
  • ভুটান
  • পাকিস্তান
  • নেপাল
  • মালদ্বীপ
  • আফগানিস্তান

পশ্চিম এশিয়ার দু'টি দেশ ছিল ফ্রান্সের উপনিবেশ

  • লেবানন
  • সিরিয়া

উত্তর-পশ্চিম বা মধ্য এশিয়া এশিয়ার সবগুলো দেশ ছিল সাবেক সোভিয়েত ইউনিয়নের উপনিবেশ

  • কাজাখস্তান
  • উজবেকিস্তান
  • কিরগিজিস্তান
  • তাজিকিস্তান
  • তুর্কমেনিস্তান 
  • আজারবাইজান 

ইন্দোচীনের দেশগুলো ছিল ফ্রান্সের উপনিবেশ

  • লাওস
  • ভিয়েতনাম
  • কম্বোডিয়া

দক্ষিণ আমেরিকার তিনটি দেশ ব্যতীত সব ছিল স্পেনের উপনিবেশ

  • প্যারাগুয়ে
  • বলিভিয়া
  • ভেনিজুয়েলা
  • আর্জেন্টিনা
  • চিলি
  • ভেনিজুয়েলা
  • ইকুয়েডর
  • উরুগুয়ে
  • পেরু
  • ফ্রেঞ্চগায়ানা

মধ্য আমেরিকার দেশ পানামা ব্যতীত সব ছিল স্পেনের উপনিবেশ

  • এল সালভাদর
  •  হন্ডুরাস
  • বেলিজ
  • গুয়েতেমালা
  • নিকারাগুয়া
  • কোস্টারিকা
  • পানামা [কলম্বিয়ার উপনিবেশ]

অন্যান্য 

  • ওশেনিয়া মহাদেশের একটি ছাড়া সব- ব্রিটেনের কিন্তু পাপুয়া নিউগিনি ছিল অস্ট্রেলিয়ার উপনিবেশ।
  • বর্তমানে জিব্রাল্টার বর্তমানে - ব্রিটেনের অধীনে
  • ভূ-মধ্যসাগরীয় দ্বীপ কর্সিকা বর্তমানে- ফ্রান্সের অধীনে
  • ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতাপ্রাপ্ত প্রথম দেশ- মার্কিন যুক্তরাষ্ট্র [১৭৭৬]
  • সুইডেনের উপনিবেশ ছিল- ফিনল্যান্ড 
  • কখনোই উপনিবেশ ছিলনা- থাইল্যান্ড
  • এশিয়ার একমাত্র যে দেশ স্পেনীয় সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল- ফিলিপাইন
  • পাপুয়া নিউ গিনি স্বাধীনতা লাভ করে- অস্ট্রেলিয়ার কাছ থেকে
  • হংকং ও ম্যাকাও যথাক্রমে ছিল - ব্রিটেন ও পর্তুগালের অধীনে এবং বর্তমানে চীন শাসিত নব্য উপনিবেশ হংকং ও ম্যাকাও  
     
Content added By
Promotion