অংকনের পদ্ধতি
ড্র প্যানেল: Circle কমান্ড লাইন: circle
৩টি বিন্দু নিয়ে বৃত্ত আঁকার পদ্ধতি
১. ড্র প্যানেলে Circle আইকনে ক্লিক করো।
২. 3P লিখে এন্টার করো। ৩. বৃত্তের প্রথম বিন্দু নির্দিষ্ট করো।
৪. বৃত্তের দ্বিতীয় বিন্দু নির্দিষ্ট করো।
৫. বৃত্তের তৃতীয় বিন্দু নির্দিষ্ট করো।
ড্র প্যানেল থেকে ৩ বিন্দু নিয়ে বৃত্ত আঁকতে হলে ভোষাকে Draw প্যানেল > Circle 3 Points অপশন নির্বাচন করতে হবে।
২টি কিছু নিয়ে বৃত্ত আঁকার পদ্ধতি
ড্র মেনু থেকে ২ বিন্দু নিয়ে বৃত্ত আঁকতে হলে ভোষাকে Draw প্যানেল Circle 2 Points
১. ড্র প্যানেলে Circle আইকনে ক্লিক করো।
২. 2P লিখে এন্টার করো।
৩. বৃত্তের ব্যাসের প্রথম প্রায়বিন্দু নির্দিষ্ট করো ।
৪. বৃত্তের ব্যাসের দ্বিতীয় প্রায়বিন্দু নির্দিষ্ট করো ।
কেন্দ্র ও ব্যাসার্জ/স্টাস নিয়ে কৃষ্ণ আঁকার পদ্ধতি
১. ড্র প্যানেলে Circle আইকনে ক্লিক করো।
২. বৃত্তের কেন্দ্র বিন্দু নির্দিষ্ট করো।
৩. বৃত্তের ব্যাসার্ধ বা ব্যাস নির্দিষ্ট করো।
ড্র প্যানেলে থেকে কেন্দ্র ও ব্যাসার্ধ/ব্যাস নিয়ে বৃত্ত আঁকতে হলে ব্যাসার্ধের ক্ষেত্রে Draw প্যানেলে > Circle Center, Radius অপশন এবং ব্যাসের ক্ষেত্রে Draw প্যানেলে Circle Center, Diameter অপশন নির্বাচন করতে হবে।
২টি স্পর্শক ও ব্যাসার্ধ নিয়ে বৃত্ত আঁকার পদ্ধতি
১. প্যানেলে Circle আইকনে ক্লিক করো।
২. প্রথম স্পর্শক [Tangent] নির্বাচন করো।
৩. দ্বিতীয় স্পর্শক নির্বাচন করো। ৪. বৃত্তের ব্যাসার্ধ নির্দিষ্ট করো।
ড্র প্যানেলে থেকে ২টি স্পর্শক ও ব্যাসার্ধ নিয়ে বৃত্ত আঁকতে Draw প্যানেলে Circle >Tan, Tan, Radius অপশন নির্বাচন করো।
Read more