সিঙ্গেল ইউজার ও মাল্টিইউজার অপারেটিং সিস্টেমের মধ্যে পার্থক্য

এইচএসসি (বিএমটি) ভোকেশনাল - কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন-১ - কম্পিউটার অপারেটিং সিস্টেম | NCTB BOOK
সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেমমাল্টি ইউজার অপারেটিং সিস্টেম
১. ব্যাচ প্রসেসিং সিস্টেমে একজন মাত্র ব্যবহারকারী কোনো প্রোগ্রাম প্রসেস করতে পারে।১. মাল্টিইউজার সিস্টেমে একই সাথে একাধিক ব্যবহারকারী একটি প্রোগ্রাম কিংবা ভিন্ন ভিন্ন প্রোগ্রাম প্রসেস করতে পারে।
২. একই সাথে একাধিক ব্যবহারকারী একটি কম্পিউটারে কাজ করার সুযোগ নেই।২. একই সাথে একাধিক ব্যবহারকারী একটি কম্পিউটার ব্যবহার করতে পারে। প্রয়োজনে একজন ব্যবহারকারীও প্রোগ্রাম প্রসেস করতে পারে।
৩. একই সময়ে একটি মাত্র প্রোগ্রাম প্রসেস করা হয়। একাধিক প্রোগ্রাম একসাথে প্রসেস করার সুযোগ নেই ।৩. একসাথে এক বা একাধিক প্রোগ্রাম প্রসেস করা হয়।
৪. একটি প্রোগ্রাম প্রসেস সম্পন্ন হওয়ার পর অন্য আরেকটি প্রোগ্রাম প্রসেস করা হয়।৪. একটি প্রোগ্রাম প্রসেস শেষ হওয়ার আগেই অন্য আরেকটি প্রোগ্রাম প্রসেস করতে পারে।
৫. প্রোগ্রামগুলো ইনপুটের অর্ডার (FCFS-First Come First Serve)৫. প্রোগ্রামগুলো ইনপুটের অর্ডার অনুযায়ী প্রসেস করার প্রয়োজন হয় না।
৬. একজন ব্যবহারকারী একটা নির্দিষ্ট সময়ে একটি মাত্র প্রোগ্রাম প্রসেস করতে পারে বলে এই পদ্ধতি অত্যন্ত ধীর গতির।৬. এক সাথে একাধিক প্রোগ্রাম প্রসেস করা যায় বলে এই পদ্ধতি অত্যন্ত দ্রুত গতির।
Content added By
Promotion