স্প্রেডশিট ও আমার হিসাব-নিকাশ

নবম-দশম শ্রেণি (মাধ্যমিক ২০২৫) - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - আমার লেখালেখি ও হিসাব | | NCTB BOOK
12
12

স্প্রেডশিট বিশ্লেষণ
তোমরা অষ্টম শ্রেণিতে স্প্রেডশিট বিশ্লেষণ সফটওয়্যারের সাথে পরিচিত হয়েছ। এর বৈশিষ্ট্যগুলোর কথা মনে আছে তো? চলো দেখি স্প্রেডশিট বিশ্লেষণের বৈশিষ্ট্যগুলো:
স্প্রেডশিট বিশ্লেষণের বৈশিষ্ট্যসমূহ-
* বিভিন্ন রকমের সংখ্যা বা অক্ষরভিত্তিক উপাত্ত নিয়ে কাজ করা যায়
* যেকোনো ধরনের হিসাবের জন্য সুবিধাজনক
• কলাম ও সারি থাকার কারণে উপাত্ত শ্রেণিকরণ সহজ
• সূত্র ব্যবহারের সুযোগ থাকায় অনেক বেশি উপাত্ত নিয়ে কাজ করা যায়
• বিভিন্ন ফাংশন সূত্রাকারে ব্যবহার করে সহজে উপাত্ত বিশ্লেষণ করা যায়
• আকর্ষণীয় গ্রাফ, চার্ট ব্যবহার করে উপাত্ত উপস্থাপন করা যায় ।

 

স্প্রেডশিট ব্যবহারের ক্ষেত্র :
স্প্রেডশিট হচ্ছে একধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার যা তালিকাবদ্ধভাবে ডাটা বিন্যাস, বিশ্লেষণ ও
সংরক্ষণে ব্যবহৃত হয়।
নিয়ে লোডশিটের কতিপর ব্যবহার উল্লেখ করা হল:
• শিক্ষাক্ষেত্রের ফলাফল বিশ্লেষণ,
• আয়-ব্যয় হিসাবে;
• বাজেট তৈরিতে,
• কর্মকর্তা কর্মচারীদের বেতন সংক্রান্ত হিসাব 

• আয়কর হিসাব ও বিশ্লেষণে
• নির্বাচনের ভোট পামার;
• খেলোয়াড়ের প্রদর্শিত ক্রীড়াকৌশল মূল্যায়নে ।

Content added By
Content updated By
Promotion