স্বাস্থ্য পরিচর্যা

এসএসসি(ভোকেশনাল) - শ্রিম্প কালচার এন্ড ব্রিডিং-১ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | NCTB BOOK

হ্যাচারিতে ব্রুড চিংড়ি ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক ও এককোষী প্রাণী দ্বারা আক্রান্ত হতে পারে যা চিংড়ি পোনায় সংক্রমিত হয়ে থাকে। হ্যাচারি পরিষ্কার-পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত না রাখলে হ্যাচারিতে রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে।

হ্যাচারি জীবাণুমুক্ত রাখার জন্য নিম্নলিখিত বিষয়সমূহের ওপর গুরুত্ব দিলে সাধারণত পোনা রোগাক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে না। বিষয়গুলো নিম্নরূপ:

ক) হ্যাচারিতে ব্যবহৃত পানি ও যন্ত্রপাতি নিয়মিত জীবাণুমুক্ত রাখতে হবে।

খ) প্রতিটি ট্যাংক হতে সঠিক পরিমাণে পানি পরিবর্তন করতে হবে।

গ) প্রতিটি ট্যাংকের তলদেশ নিয়মিত পরিষ্কার করতে হবে। 

ঘ) ট্যাংকে গুণগতমান সম্পন্ন খাদ্য সঠিক মাত্রায় ব্যবহার করতে হবে।

ঙ) পোনা উৎপাদন কার্যক্রম শেষে ট্যাংকসমুহ ও অন্যান্য যন্ত্রপাতি জীবাণুমুক্তকরণ করতে হবে।

চ) পানিতে সবসময় বায়ু সরবরাহ নিশ্চিত করতে হবে।

ছ) পানির তাপমাত্রা সঠিক পর্যায়ে রাখতে হবে।

 

সারণি প্রজনন ট্যাংকে ব্রুড চিংড়ির স্বাস্থ্য পরীক্ষা ও শনাক্তকরণ বৈশিষ্ট্য

ক্রম

পরীক্ষনীয় বিষয়

শনাক্তকরণ বৈশিষ্ট্য

সংগৃহীত ব্রুড চিংড়ি রোগাক্রান্ত কি না

চিংড়ির ফুলকা বিকৃত, নোংরা বা অপরিচ্ছন্ন কি না

চিংড়ির ত্বকের উপর রক্তের দাগ বা সাদা দাগ আছে কি না

সাঁতারের উপাঙ্গগুলো ফোলা আছে কি না

সঠিকভাবে চিংড়ি খোলস পরিবর্তন করছে কি না

চিংড়ির দেহাবরনীর উপর কালো দাগ বিদ্যমান কি না 

চিংড়ির উপাঙ্গ বা এন্টেনা ভেঙ্গে গেছে কি না

দেহের আকৃতি অস্বাভাবিক কি না

দেহের বর্ণ স্বাভাবিক কি না

চিংড়ির শরীরের গঠন ও চলাচল স্বাভাবিক নয়।

চিংড়ির খোলস পরিবর্তন এবং বৃদ্ধি প্রাপ্ত হয় না।

চিংড়ির খোলস পরিবর্তনে পীড়নের সৃষ্টি হয় এবং খোলস পরিবর্তনের মাধ্যমে দুর্বল চিংড়ির রূপান্তর
হয়।

চিংড়ির দেহের বিভিন্ন স্থানে আক্রমণ লক্ষ্য করা যায় এবং আঘাতের চিহ্ন দেখা যায়।

চিংড়ির দেহাবরনীর উপর শেওলা বিদ্যমান থাকে।

স্থানীয়ভাবে ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত।

ত্রুটিপূর্ণ পরিবহণ পদ্ধতি বা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত।

ডিম দেয়ার উপযুক্ত ছোট আকৃতির মাদার শ্রিম্প সাধারণত কম ডিম দিয়ে থাকে।

উজ্জ্বল বর্ণের চিংড়ি সাধারণত রোগমুক্ত হয়।

 

Content added || updated By
Promotion