হ্যান্ড টুলসের প্রকারভেদ

এসএসসি(ভোকেশনাল) - রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং-১ - প্রথম পত্র (নবম শ্রেণি) | | NCTB BOOK
14
14

দৈনন্দিন বহুবিধ কাজের জন্য অগণিত হ্যান্ড টুলস ব্যবহার করা হয় । কাজের সুবিধার্থে, কাজের ধরন, কাজের ক্ষেত্র ইত্যাদির উপর ভিত্তি করে হ্যান্ড টুলসকে শ্রেণিবিভাগ করা হয়।

কাজের ধরন ও ক্ষেত্রের উপর ভিত্তি করে ৪ প্রকার -

ক. সাধারণ টুলস (Common Tools) 

কর্মক্ষেত্রে সাধারণ কাজে ব্যবহারযোগ্য টুলসকে সাধারণ টুলস বলে। যেমন- হাতুড়ি, স্ক্রু-ড্রাইভার ইত্যাদি। 

খ. পরিমাপক টুলস (Measuring Tools) 

পরিমাপ করার জন্যে যে সকল টুলস ব্যবহার করা হয় তাকে পরিমাপক টুলস বলে। যেমন - স্টীল রুলার, ট্রাই-স্কয়ার ইত্যাদি । 

গ. কাটিং টুলস (Cutting Tools) 

টিউব, রড, শীট, ইত্যাদি কাটার কাজে যে সকল টুলস ব্যবহার করা হয় তাকে কাটিং টুলস বলে । যেমন- হ্যাকস, ছুরি ইত্যাদি। 

ঘ. বিশেষ (ট্রেড ভিত্তিক) 

টুলস ট্রেড বা কাজ ভিত্তিক কিছু টুলস ব্যবহার করা হয় তাকে বিশেষ টুলস বলে । যেমন- রিমার, ফ্লায়ারিং টুলস ইত্যাদি ।

 

Content added By
Promotion