ডিমপাড়া মুরগির প্রয়োজনীয় পরিমাণ পুষ্টির চাহিদা মেটাতে যতটা সম্ভব বেশি প্রকারের খাদ্য উপাদান দিয়ে মিশ্রিত খাদ্য তৈরি করতে হবে, এতে খাদ্য সুস্বাদু ও সুষম হবে। লেয়ারের খাদ্যকে বিভিন্ন পর্বে ভাগ করা হয়। যথা-
১. স্টার্টার রেশন (০-৮ সপ্তাহ)
২. গ্রোয়ার রেশন (৯-১৭ সপ্তাহ)
৩. লেয়ার রেশন (১৮-৭২ সপ্তাহ)
বিভিন্ন পর্বে মুরগির জন্য প্রয়োজনীয় পুষ্টির পরিমাণ
লেয়ার মুরগির বিভিন্ন পর্বের জন্য খাদ্য তালিকা:
উপরের উপাদানগুলো নির্দিষ্ট অনুপাতে মিশিয়ে সুষম খাদ্য তৈরি করা যায়, যেখানে মুরগির বয়স ও উৎপাদন অনুযায়ী প্রয়োজনীয় পুষ্টি উপস্থিত থাকবে।
বাচ্চা মোরগ-মুরগির সুষম রেশন তৈরির হিসাব
তাত্ত্বিক কাজঃ
২০ সপ্তাহ বয়সের ১০০০টি ডিম পাড়া মুরগির জন্য ৫০ কেজি মিশ্রিত খাদ্য(রেশন) তৈরী করো ।
বাড়ন্ত বয়সের মোরগ-মুরগির সুষম রেশন তৈরির হিসাব
লেয়ার রেশন মুরগির সুষম রেশন তৈরির হিসাব