নিচের উদ্দীপকটি পড়ে ১৩ ও ১৪ নং প্রশ্নের উত্তর দাও :
ফুয়াদ 'ক' নদীর তীরে বসবাস করে যা দীর্ঘপথ অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেছে। একটি প্রাকৃতিক দুর্যোগ নদীটির একটি নতুন ধারার জন্য দেয়। ফুয়াদের এলাকায় একটি জভাল আছে যা বিভিন্ন গাছে পূর্ণ। সে এই জালের একটি বিশেষ বৈশিষ্ট্য লক্ষ্য করে যা এটিকে অন্যান্য জরুল থেকে আলাদা করেছে।