বুটস্ট্রাপ৩ জামবোর্টন (Bootstrap3 Jumbotron)

বুটস্ট্রাপ জামবোট্রন তৈরি

বুটস্ট্রাপ জামবোট্রন বলতে একটি বড় বক্সকে বুঝায় যা কোন গুরুত্বপূর্ণ কন্টেন্ট বা তথ্যকে বিশেষভাবে আকর্ষনীয় করে প্রদর্শন করে।

বুটস্ট্রাপ জামবোট্রন হচ্ছে ধূসর রঙ্গের একটি বক্স যার কোণাগুলো রাউন্ড হয় এবং এর ভিতরের টেক্সটের আকার সাধারন টেক্সটের ছেয়ে বড় হয়।

জামবোট্রন তৈরি করার জন্য < div > এলিমেন্টের সাথে .jumbotron ক্লাস ব্যবহার করা হয়ঃ


কন্টেইনারের মধ্যে জামবোট্রন

যদি জামবোট্রনকে স্ক্রিনের পুরোটা অংশ নিয়ে দেখাতে না চান তাহলে এটিকে < div class="container" > এর ভিতরে রাখুনঃ

kt_satt_skill_example_id=870


কন্টেইনারের বাহিরে জামবোট্রন

যদি জামবোট্রনকে স্ক্রিনের পুরোটা অংশ নিয়ে দেখাতে না চান তাহলে এটিকে < div class="container" > এর বাহিরে রাখুনঃ

kt_satt_skill_example_id=875


পেজ হেডার তৈরি

পেজ হেডার অনেকটা সেকশন ডিভাইডারের মতো।

.page-header ক্লাস হেডিংয়ের নিচে একটি আনুভূমিক রেখা যুক্ত করে এবং এলিমেন্টের চারপাশে কিছু অতিরিক্ত স্পেস যুক্ত করে নেয়ঃ

kt_satt_skill_example_id=877

 

Content added || updated By

আরও দেখুন...

Promotion