Grinding মেশিনে কাজ করার সময় নিম্নবর্ণিত সতর্কতাগুলি অবশ্যই পালনীয়
১. পরিশ্রান্ত অবস্থায় Grinding মেশিন চালানো উচিৎ নয়।
২. টিলা কাপড় পরিধান করে প্রাইভিং করা যাবে না।
৩. হ্যান্ড গ্লোভস পরিধান করতে হবে।
৪. মেশিনের সেফটি ডিভাইস ব্যবহার নিশ্চিত করতে হবে।
৫. সেফটি গগলস পরি ধান করতে হবে
৬. লম্বা চুল থাকলে বেঁধে নিতে হবে।
৭. পোর্টেবল গ্রাইন্ডিং মেশিনের ক্ষেত্রে প্লাগ সকেটের মধ্যে প্রবেশ করানোর পূর্বেই মেশিনের সুইচ অফ করে নিতে হবে।
৮. সঠিক গ্রাইন্ডিং হইল নির্বাচন করতে হবে।
৯. গ্রাইন্ডিং হইলের সঠিক R.P.M নির্বাচন করতে হবে।
১০. ধাতু কাটার পরিমান অনুসারে গ্রাইন্ডিং হইল নির্বাচন করতে হবে।
১১. গ্রাইন্ডিং হইল পূর্নঘূর্নন (Full Speed) শুরু হলে গ্রাইন্ডিং কাজ শুরু করতে হবে।
১২. বেঞ্চ গ্রাইন্ডিং এর ক্ষেত্রে সর্বদাই টুল রেস্টের উপর ওয়ার্কপিস রেখে কাজ করতে হবে।
১৩. গ্রাইন্ডিং করার সময় সৃষ্ট স্ফুলিঙ্গ (Spark) যাতে বস্তুর সংস্পর্শে না আসে সেদিকে লক্ষ্য রাখতে হবে।
আরও দেখুন...