রহমানের অনেক উর্বর জমি ছিল। কিন্তু সে তার জমিতে চাষাবাদ করে না। ফলে উক্ত জমি অনাবাদি হয়ে রয়েছে। আসলাম অন্যগ্রাম থেকে এসে খাজনা নিয়ে রহিমের জমি চাষাবাদ করে প্রচুর ফসল ফলিয়ে খেয়েদেয়ে ভালো আছে। পক্ষান্তরে, রহমান প্রচুর জমির মালিক হওয়া সত্ত্বেও না খেয়ে থাকে। একসময় আসলাম রহমানের পুরো জমিই নিজের নামে নিয়ে নিলেন ।
উদ্দীপকে আসলামের চরিত্রে কোন ভারত বিজেতার চরিত্র ফুটে উঠেছে?