রহমানের অনেক উর্বর জমি ছিল। কিন্তু সে তার জমিতে চাষাবাদ করে না। ফলে উক্ত জমি অনাবাদি হয়ে রয়েছে। আসলাম অন্যগ্রাম থেকে এসে খাজনা নিয়ে রহিমের জমি চাষাবাদ করে প্রচুর ফসল ফলিয়ে খেয়েদেয়ে ভালো আছে। পক্ষান্তরে, রহমান প্রচুর জমির মালিক হওয়া সত্ত্বেও না খেয়ে থাকে। একসময় আসলাম রহমানের পুরো জমিই নিজের নামে নিয়ে নিলেন ।
উক্ত ব্যক্তির বিশ্বে আধিপত্য বিস্তারের মূল কারণ হচ্ছে
i. চৌকষ সেনাবাহিনী
ii. অর্থনৈতিক সচ্ছলতা
iii. বীরত্ব
নিচের কোনটি সঠিক?