লেনদেন শনাক্তকরণ ও লিপিবদ্ধকরণ Identification and Recording of Transaction

এইচএসসি (বিএমটি) ভোকেশনাল - কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম-১ - লেনদেন শনাক্তকরণ ও লিপিবদ্ধকরণ | NCTB BOOK

ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রতিটি ক্ষেত্রে প্রতিনিয়ত অনেক বৈচিত্র্যময় ঘটনা ঘটছে। এসব ঘটনা অর্থের অঙ্ক ও আর্থিক অবস্থার পরিবর্তনের মাপকাঠিতে বিশ্লেষণ করে আর্থিক ঘটনা চিহ্নিত করা হয়। আর্থিক ঘটনা থেকে লেনদেন চিহ্নিত করে ব্যবসায়ের হিসাব বইতে লিপিবন্ধ করা হয়। লেনদেন লিপিবদ্ধ করতে বিভিন্ন ব্যাবসায়িক দলিল যেমন- চালান, ডেবিট নোট, ক্রেডিট নোট ইত্যাদি সাহায্য করে।

এ অধ্যায় শেষে আমরা যা জানতে পারবো-

ঘটনা বিশ্লেষণ করে আর্থিক ও অনার্থিক ঘটনা, লেনদেন চিহ্নিতকরণ ও ব্যাবসায়িক দলিলসমূহ ।

Content added By

আরও দেখুন...

Promotion