এইচএসসি (বিএমটি) ভোকেশনাল - কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন-১ - কম্পিউটার অপারেটিং সিস্টেম | NCTB BOOK

মাইক্রোসফট উইন্ডোজ ও ওপেনসোর্স ভিত্তিক লিনাক্স উভয়ই বর্তমানে অত্যন্ত জনপ্রিয় অপারেটিং সিস্টেম।

যদিও বিশ্বজুড়ে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ব্যবহারকারী সংখ্যা বেশি। সেই তুলনায় লিনাক্স বেশ পিছিয়ে। তবে কিছু কিছু সুবিধার কারণে ধীরে ধীরে লিনাক্স-এর ব্যবহারকারীর সংখ্যা ঈর্ষণীয় পর্যায়ে বৃদ্ধি পাচ্ছে। লিনাক্সের প্রতি সবার আগ্রহও দিনে দিনে বাড়ছে। নিম্নে এদের কিছু সুবিধা ও তুলনামূলক বৈশিষ্ট্য উল্লেখ করা হলো-

বিষয়উইন্ডোজলিনাক্স
লাইসেন্স ও দামউইন্ডোজ অপারেটিং সিস্টেমের লাইসেন্স ক্রয় করে ব্যবহার করতে হয়। লাইসেন্স এ উল্লিখিত সংখ্যক কম্পিউটার এর চেয়ে বেশি ব্যবহার করা সম্ভব নয়।লিনাক্স কার্ণেল ভিত্তিক অপারেটিং সিস্টেম। এটি ওপেন সোর্স অর্থাৎ বিনামূল্যে এটি ব্যবহার ও বিতরন করতে পারা যাবে।
নিরাপত্তা ও তথ্যের গোপনীয়তাউইন্ডোজ তাদের সার্ভিস এর উন্নতির জন্য কাস্টামারের বিভিন্ন তথ্য নিয়মিত জানা- অজানায় নিয়ে থাকে।লিনাক্সে এমন কোনো সমস্যা নেই ।
কাস্টমাউজ সুযোগউইন্ডোজ-এ চাইলেও নিজের মতো করে কাস্টমাইজেশন করতে পারা যায় না।লিনাক্স অপারেটিং সিস্টেম নিজের মনের মতো করে কাস্টমাইজও করে নেওয়া যায়।
সমস্যায় সাপোর্ট কমিউনিটিউইন্ডোজ অপারেটিং সিস্টেমের সাপোর্ট স্টাফ রয়েছে যারা যে কোনো সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করে।লিনাক্সে রয়েছে সারা বিশ্বের অসংখ্য স্বেচ্ছাসেবক যারা সর্বদা যে কোনো সমস্যায় সমাধান দিতে প্রস্তুত।
হুমকি এবং সমস্যাউইন্ডোজ সর্বাধিক ব্যবহৃত OS। হ্যাকার, স্প্যামারগুলো প্রায়শই উইন্ডোজকে টার্গেট করে। ফলে এখানে নিরাপত্তা কম।লিনাক্স উইন্ডোজের চেয়ে অনেক স্থিতিশীল এবং সুরক্ষিত। এখানে নিরাপত্তা বেশি।
নির্ভরযোগ্যতানির্ভরযোগ্যতা কম।নির্ভরযোগ্যতা বেশি।
Content added || updated By
Promotion