গ্রামাঞ্চলে পানীয় জলের জন্য যে হস্তচালিত নলকূপ বা হ্যান্ড টিউব ওয়েল ব্যবহার করা হয়, তা এক প্রকার রেসিপ্রোকেটিং পাম্প ছোট কৃষিজমিতে অল্প সেচ প্রদানের কাজে রেসিপ্রোকেটিং পাম্প ব্যবহার করা হয়। গ্রামাঞ্চলে এই পাম্প প্রায় সকল বাড়িতে ব্যবহৃত হচ্ছে। একে হ্যান্ড পাম্পও বলা হয়। হস্তচালিত নলকূপ নিম্নোক্ত যন্ত্রাংশের সমন্বয়ে গঠিত :

• হাতল (হ্যান্ডেল) 
• হেডকভার বোল্ট এন্ড নাট 
• প্লাজার রড/কানেক্টিং রঙ 
• পিডট বোল্ট এন্ড নাট 
• পিস্টন (বাকেটসহ) 
• হেড কভার 
• পিস্টন ভাল 
• চেক ডাব (লেদার ভাল্ব) 
• ব্যারেল নির্গমন মুখ 
• পাম্প বেস 
• নোজ বোল্ট এন্ড নাট

Content added By
Promotion