✓Least Developed Countries(LDC) = স্বল্পোন্নত দেশ।
✓LDC হলো উন্নয়নশীল দেশগুলির একটি তালিকা যা জাতিসংঘের মতে, আর্থ-সামাজিক বিকাশের সর্বনিম্ন সূচক প্রদর্শন করে।
✓২০২১ সালের হিসাবে, ৪৬ টি দেশকে এলডিসি হিসাবে শ্রেণিবদ্ধ করা হয়েছে।
✓১৯৭১ সালে প্রথম স্বল্পোন্নত দেশের তালিকা করা হয়।
✓বাংলাদেশ ১৯৭৫ সালে এই তালিকায় অন্তর্ভুক্ত হয়। ধারনা করা হচ্ছে, পাঁচ বছর পর এলডিসি থেকে বের হয়ে উন্নয়নশীল দেশের কাতারে চলে যাবে বাংলাদেশ।
✓বর্তমানে ৪৭টি স্বল্পোন্নত দেশ আছে। এ পর্যন্ত মালদ্বীপ, বতসোয়ানা, ইকুয়েটোরিয়াল গিনি, সামোয়া ও কেইপ ভার্দে—এই পাঁচ দেশ এলডিসি(LDC) থেকে বের হয়েছে।