Academy

একটি দ্রব্য ৬% লাভে বিক্রয় করা হল। যদি ক্রয়মূল ৪% কম এবং বিক্রয়মূল্য ৪ টাকা বেশি হত, তাহলে ১২.৫% লাভ হত। কত মূল্যে দ্রব্যটি ক্রয় করা হয়েছিল?

Created: 2 years ago | Updated: 1 month ago
Updated: 1 month ago

ধরি, দ্রব্যটির ক্রয়মূল্য ১০০ টাকা

দ্রব্যটি ৬% লাভে বিক্রয় করা হলে বিক্রয়মূল্য ১০০+৬=১০৬ টাকা

কিন্তু যদি ক্রয়মূল্য ৪% কম হতো তাহলে ক্রয়মূল্য হতো ১০০-৪= ৯৬ টাকা

এই ক্রয়মূল্যের উপর ১২.৫% লাভ হলে বিক্রয়মূল্য দাড়ায় (৯৬×১১২.৫/১০০)=১০৮ টাকা

এখন বিক্রয়মূল্যের পার্থক্য =(১০৮-১০৬)=২ টাকা

তাহলে,

বিক্রয়মূল্য ২ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০ টাকা

বিক্রয়মূল্য ৪ টাকা বেশি হলে ক্রয়মূল্য (১০০×৪)/২ টাকা                                                           = ২০০ টাকা 

     উত্তর:- ২০০ টাকা।

8 months ago

গণিত

.

Content added By
Content updated By
Promotion