Processing math: 0%

Academy

রাসেল একটি কলেজের দ্বাদশ শ্রেণির বাণিজ্য শাখার একজন ছাত্র। সে বাণিজ্য ও বিজ্ঞান শাখার ছাত্রদের ওজনের তথ্য সংগ্রহ করে এবং বিশ্লেষণ করে দেখল বাণিজ্য শাখার 20 জন ছাত্রের গড় ওজন 55 কেজি। কিন্তু বাণিজ্য শ্রেণির একজন ছাত্রের ওজন 52 কেজির স্থলে ভুলক্রমে 25 কেজি লেখা হয়েছে। বিজ্ঞান শ্রেণির 24 জন ছাত্রের গড় ওজন 58 কেজি। এক্ষেত্রে কোনো ভুল হয়নি।

Created: 1 year ago | Updated: 1 year ago
Updated: 1 year ago

পরিসংখ্যান

পরিসংখ্যান কাকে বলে: পরিসংখ্যান বলতে  বোঝায় কোন তথ্য, ঘটনা, বিষয়ের সংখ্যা এবং গণনাবাচক পরিমাপকে। অন্যভাবে বলা যায়, পরিসংখ্যান হলো সংখ্যাভিত্তিক তথ্য-উপাত্ত  সংগ্রহ করা, সংগঠিত করা,  বিশ্লেষণ করা, সিদ্ধান্ত গ্রহণ করা এবং ব্যাখ্যা দানের বৈজ্ঞানিক পদ্ধতি হচ্ছে পরিসংখ্যান।

পরিসংখ্যান কাকে বলে: সংখাত্মক তথ্য  বা সংখ্যা নিয়ে গবেষণার বিজ্ঞান কে পরিসংখ্যান বলে ।

Content added By
Content updated By
Promotion