ক্রিকেট হচ্ছে ব্যাট ও বলের একটি দলীয় খেলা যাতে এগারোজন খেলোয়াড়বিশিষ্ট দুইটি দল অংশ নেয়। এই খেলাটির উদ্ভব হয় ইংল্যান্ডে। পরবর্তীতে ব্রিটিশ উপনিবেশগুলোসহ অন্যান্য দেশগুলোতে এই খেলা ব্যাপকভাবে প্রভাব বিস্তার লাভ করে চলছে। বর্তমানে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, আফগানিস্তান ও আয়ারল্যান্ড আন্তর্জাতিক অঙ্গনে ৫ দিনের টেস্ট ক্রিকেট ম্যাচ খেলে থাকে। ২০০৫ সাল থেকে জিম্বাবুয়ে স্বেচ্ছায় টেস্ট ক্রিকেট থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন করে রেখে। ২০১১ সালে আবার খেলায় ফিরে আসে। ক্রিকেট খেলার জন্ম হয়- ইংল্যান্ডে।
জেনে নিই
ক্রিকেটে ব্যাটসম্যান আউট হতে পারে- ১১ টি উপায়ে। (তথ্যসূত্র: ICC)
১. বোল্ড আউট
২. ক্যাচ আউট
৩. এলবিডাব্লিউ আউট
৪. স্টাম্পড আউ
৫. হিট উইকেট আউট
৬. হিট দ্য বল টোয়াইস আউট
৭. রান আউট
৮. হ্যান্ডেও না বল আউট
৯. টাইমড আউট
১০. অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড আউট
১১. রিটায়ার্ড আউট
নো-বল (No ball) হলেও ব্যাটসম্যানকে আউট করা যায়- ৩টি উপায়ে
১ রান আউট
২. অবস্ট্রাকিং দ্য ফিল্ড আউট
৩. হিট দ্য বল টোয়াইস আউট
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)
টেস্ট ক্রিকেট
ওয়ানডে ক্রিকেট
টি-টুয়েন্টি
ক্রিকেট বিশ্বকাপ
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
আইসিসি ওয়ার্ল্ড টি-২০
১৯শ শতকের শেষের দিকে ইংল্যান্ডের বার্মিংহামে সর্বপ্রথম টেনিস খেলার প্রচলন হয়। এই খেলা একটি আয়তকার কোর্টে খেলা হয় যার দৈর্ঘ্য থাকে ৭৮ ফিট ও প্রস্থ ২৭ ফিট। তবে টেনিস কোর্টের প্রকৃতি বিভিন্ন রকম হয়ে থাকে। মূলত টেনিস কোর্ট ৪ ধরনের হয় যথা- ক্লে কোর্ট, গ্রাস কোর্ট, হার্ড কোর্ট এবং কার্পেট কোর্ট।
জেনে নিই
উইম্বলডন
অস্ট্রেলিয়ান ওপেন
ইউএস ওপেন
ফ্রেঞ্চ ওপেন
১৯৭৮ সালে ভারত, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও বার্মার প্রতিনিধিদের উপস্থিতিতে এশিয়ান কাবাডি ফেডারেশন গঠিত হয়। ১৯৮০ সালের ফেব্রুয়ারি মাসে কলকাতায় প্রথম এশিয়ান কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এভাবে আস্তে আস্তে কাবাডি খেলা জনপ্রিয় হয়ে উঠে ।
জাপান
চীন
মালয়েশিয়া
ইন্দোনেশিয়া
বাস্কেটবল (Basketball) অত্যন্ত জনপ্রিয় খেলা হিসেবে বিশ্বব্যাপী পরিচিত। গোলাকৃতি, কমলা রঙের বল দিয়ে অভ্যন্তরীণ এবং বহিঃস্থ উভয় প্রকার মাঠেই খেলা হয়ে থাকে। দলগত ক্রীড়া হিসেবে বাস্কেটবলের মূল উদ্দেশ্য হচ্ছে করা কোর্টে উলম্বভাবে স্থাপিত একটি বাস্কেট বা ঝুড়িতে বল নিক্ষেপের মাধ্যমে পয়েন্ট সংগ্রহ করা।
বক্সিং মার্শাল আর্ট যুদ্ধ খেলা (যা ওয়েস্টার্ন বক্সিং বা পিউগিলিজম নামেও পরিচিত) একটি সম্মুখসমর ক্রীড়া যেখানে দুটি ব্যক্তি, হেলমেট এবং মাউথপিস পরে একটি নির্দিষ্ট সময় ধরে একে অপরের দিকে মুষ্টিনিক্ষেপ করে ।