HSC

দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস

জীববিজ্ঞান - জীববিজ্ঞান দ্বিতীয় পত্র - দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস

দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস (Duplicate Recessive Epistasis ) – অনুপাত ৯ : ৭। দুটি ভিন্ন লোকাসে অবস্থিত দুটি প্রচ্ছন্ন অ্যালিল যখন পরস্পরের (একে অপরের) প্রকট অ্যালিলকে নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়, তখন তাকে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস বলে অর্থাৎ এক্ষেত্রে কেবল হোমোজাইগাস প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রদর্শন করে।

মানুষে জন্মগত মুক-বধিরতা দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিসের অন্যতম উদাহরণ। দুটি ভিন্ন লোকাসে অবস্থিত এপিস্ট্যাটিক প্রচ্ছন্ন জিন এর জন্য দায়ী। এ দুটি জিনের একটি যখন হোমোজাইগাস প্রচ্ছন্ন অবস্থায় থাকে তখন অন্য প্রকট জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা পায়। অর্থাৎ উল্লিখিত দুজোড়া প্রচ্ছন্ন জিনের যেকোনো একজোড়া থাকলে এবং অন্য জোড়ার প্রকট জিন থাকলেও যেকোনো ব্যক্তি জন্মগত মূকবধির (deaf-mute) হবে। এক্ষেত্রে প্রচ্ছন্ন জিন-জোড় প্রকট জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিচ্ছে।

জিনতাত্ত্বিক ব্যাখ্যা : মনে করি d ও e দুটি প্রচ্ছন্ন জিন। অতএব ddEE ও DDce জিনোটাইপধারী ব্যক্তি মূকবধির হবে। এক্ষেত্রে এপিস্ট্যাটিক প্রচ্ছন্ন জিন d ও হোমোজাইগাস অবস্থায় থাকায় প্রকট হোমোজাইগাস জিন EE ও DD বৈশিষ্ট্য প্রকাশে বাধা পায়। তাই মূকবধিরতা প্রকাশ পায়।

একজন মুকবধির পুরুষের (DDee) সাথে একজন মুকবধির মহিলার (ddEE) বিয়ে হলে তাদের সকল সন্তান স্বাভাবিক বাক-শ্রবণক্ষম হবে। ঐ সন্তানদের জিনোটাইপের অনুরূপ জিনোটাইপধারী পুরুষ ও মহিলার বিয়ে হলে (কারণ) মানুষে ভাই-বোনের বিয়ে হয় না) তাদের সৃষ্ট পরবর্তী বংশধরে স্বাভাবিক বাক-শ্রবণক্ষম ও মুকবধির সন্তান ৯:৭ অনুপাতে প্রকাশ পাবে। 

Content added || updated By
রিকমবিনেন্ট DNA টেকনোলজি অণুজীবের উপর বিশেষভাবে নির্ভরশীল এবং উল্লিখিত অণুজীবের মধ্যে E.coli ব্যাপকভাবে ব্যবহার করা হয়
হোমোজাইগাস অবস্থায় প্রবল বৈশিষ্ট্য প্রকাশিত হয় কিন্তু প্রচ্ছন্ন বৈশিষ্ট্য অপ্রকাশিত থাকে
অধিকাংশ দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতা বিষমপৃষ্ঠ
উদ্ভিদে এক প্রকার ঝিল্লি দিয়ে কেবল দ্রাবক পদার্থের অণুই প্রবেশ করতে পারে কিন্তু দ্রব পদার্থের অণু সহজে প্রবেশ করতে পারে না। সাইটোপ্লাজমিক মেমব্রেন এরূপ একটি ঝিল্লি উদাহরণ
Promotion