দ্বিতীয় বিশ্বযুদ্ধ কখন শুরু হয়?

Created: 2 years ago | Updated: 2 years ago
Updated: 2 years ago

প্রেক্ষাপট। মানবসভ্যতার ইতিহাসে সবচেয়ে বিধ্বংসী যুদ্ধ ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এ যুদ্ধে বিশ্বের সব বড় দেশগুলো জড়িয়ে পড়ে। আধুনিক সামরিক অস্ত্রের নির্বিচারে ব্যবহারের ফলে এ যুদ্ধে সামরিক ও বেসামরিক মিলিয়ে পার কোটি মানুষ প্রাণ হারায়। যুদ্ধের প্রধান কারণ ছিল ১ম বিশ্বযুদ্ধের পর জার্মানি, ইতালি এবং জাপানে ফ্যাসিবাদের উত্থান। ১ম বিশ্বযুদ্ধোত্তর জার্মানির ওপর চাপিয়ে দেয়া অপমানজনক ভার্সাই চুক্তি জার্মানিতে উগ্র নাৎসিবাদের জন দেয়। অবশেষে, ১ সেপ্টেম্বর ১৯৩৯ সালে জার্মানির পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে ২য় বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিকতা সূচিত হয়। ৭ ডিসেম্বর, ১৯৪১ সালে জাপান পার্ল হার্বার আক্রমণ করলে ২য় বিশ্বযুদ্ধ ইউরোপ ছাপিয়ে সারাবিশ্ব ছড়িয়ে পরে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে ২ সেপ্টেম্বর, ১৯৪৫ সালে।

 

জেনে নিই 

  • জাপান পার্ল হারবার আক্রমণ করে ৭ ডিসেম্বর, ১৯৪১ সালে।
  •  দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি যোগ দেয়-১০ ডিসেম্বর, ১৯৪১ সালে
  • এডলফ হিটলার আত্মহত্যা করেন ৩০ এপ্রিল ১৯৪৫ সালে।
  •  দ্বিতীয় বিশ্বযুদ্ধের পিতৃভূমি- রাশিয়া।
  • দ্বিতীয় বিশ্বযুদ্ধে বাফার স্টেট ছিল 'বেলজিয়াম ।
  •  দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইরান সমর্থন করে- জার্মানকে।
  • দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোরিয়া ছিল জাপানের অধীন।
  • দ্বিতীয় বিশ্বযুদ্ধে তৎকালীন ভারত সরকার ব্রিটেনকে সমর্থন করে।
  • The historical 'D-day' is realated with Second World War.
  •  D day সংঘটিত হয়- ৬জুন ১৯৪৪ সালে।
  • দ্বিতীয় মহাযুদ্ধে জার্মানি আত্মসমর্পণ করে ১৯৪৫ সালের ৯ আগস্ট।
  • দ্বিতীয় মহাযুদ্ধে জাপান আত্মসমর্পণ করে ১৪ আগস্ট ১৯৪৫ সালে।
  •  দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে ২ সেপ্টেম্বর ১৯৪৫ সালে।
  •  দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যুদ্ধাপরাধীর বিচার করা হয়েছিল জার্মানির- ন্যুরেমবার্গে।
  •  প্রথম পারমাণবিক বোমা ফেলা হয়েছিল জাপানে ৬ আগস্ট ১৯৪৫ সালে হিরোসিমায়।
  •  দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মরুভূমিতে যুদ্ধ করে 'ডেজার্ট ব্যাট' উপাধি পান জেনারেল মন্টিগোমারী (বৃটেন)। 
  •  নাগাসাকিতে ফ্যাটম্যান ও হিরোসিমাতে লিটল বয় নামক পারমানবিক বোমা ফেলা হয়।
  • নাগাসাকিতে ফ্যাটম্যান ও হিরোসিমাতে লিটল বয় ফেলার নির্দেশ দেন- মার্কিন প্রেসিডেন্ট হেনরি ট্রুম্যান।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পক্ষসমূহ 

মিত্রশক্তি 

যুক্তরাজ্য 

যুক্তরাষ্ট্র 

রাশিয়া 

ফ্রান্স 

বেলজিয়াম 

অক্ষশক্তি 

জাপান 

জার্মানি 

ইতালি 

*

*

মিত্রশক্তির রাষ্ট্রনায়ক

মার্কিন যুক্তরাষ্ট্র 

ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট এবং হ্যারি ট্রুম্যান

যুক্তরাজ্য 

চেম্বারলিন, উইনস্টন চার্চিল, এবং ক্লিমেন এটলি

 

সোভিয়েত ইউনিয়ন

যোসেফ স্ট্যালিন

অক্ষশক্তির রাষ্ট্রনায়ক

জার্মানি

এডলফ হিটলার

জাপান

সম্রাট হিরোহিতা

ইতালি

বেনিত মুসোলিনী

পক্ষসমূহের সামরিক বাহিনীর প্রধান

দেশের নাম

সামরিক বাহিনীর প্রধান

বিশেষ্য তথ্য

ব্রিটেন 

বার্নার্ড ল মন্টেগোমারী

ডেজার্ট ব্যাট নামে পরিচিত ছিলেন।

যুক্তরাষ্ট্র 

জর্জ মার্শাল

তিনি পরবর্তীতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হন।

[যুদ্ধ পরিচালনার দায়িত্ব ছিল আইজেনহাওয়ায়]

জার্মানি 

ফিল্ড মার্শাল রোমেল

ডেজার্ট ফক্স নামে পরিচিত ছিলেন

 

Content added By
Promotion