বাংলাদেশের ১৯৯৪-৯৫ সালের বাজেটে শিক্ষা খাতে বরাদ্দের পরিমাণ কত?

Created: 6 years ago | Updated: 1 year ago
Updated: 1 year ago

শিক্ষা হল ব্যক্তির অন্তর্নিহিত গুণাবলীর পূর্ণ বহিঃপ্রকাশ বা বিকাশ সাধনের অব্যাহত অনুশীলন। বাংলা শিক্ষা শব্দটি এসেছে 'শাস' ধাতু থেকে। যার অর্থ শাসন করা বা উপদেশ দান করা। অন্যদিকে শিক্ষার ইংরেজি প্রতিশব্দ Education এসেছে ল্যাটিন শব্দ Educare থেকে। যার অর্থ বের করে আনা অর্থাৎ ভেতরের সম্ভাবনাকে বাইরে বের করে নিয়ে আসা বা বিকশিত করা।

জেনে নিই

  • Education- শব্দটি এসেছে: ল্যাটিন ভাষা থেকে।
  • সংবিধানের যে অনুচ্ছেদে সার্বজনীন শিক্ষা সুবিধার উল্লেখ আছে: ১৭ নং অনুচ্ছেদে ।
  • দেশে বর্তমানে পাঠ্য পুস্তক দিবস পালিত হয়। ১ জানুয়ারি।
  • বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা: ০৩ স্তরবিশিষ্ট (প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চশিক্ষা)
  • ভারতীয় উপমহাদেশে প্রাচীন শিক্ষা ব্যবস্থার ভিত্তি মতবাদ: দার্শনিক ও আধ্যাত্মিক।
  • বাংলাদেশী নাগরিকদের শিক্ষার প্রতি রাষ্ট্রীয় দায়িত্বসমূহ বর্ণনা করা হয়েছে সংবিধানের ১৫(ক), ১৭ এবং ২৮(৩) নং অনুচ্ছেদে।
Content added by
Promotion